ফাইনালে ভারতের উইকেট নেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটারদের উল্লাস। ছবি— পিটিআই।
যুব বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েও যেন শেষ হয়নি। গত রবিবার অনুষ্ঠিত হয়েছিল ভারত ও বাংলাদেশের সেই বিতর্কিত ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পরেই মাঠের ভিতরে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন দু’ দেশের ক্রিকেটাররা। ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ বলেছিলেন, ‘‘বাংলাদেশ ক্রিকেটারদের আচরণ ছিল জঘন্য।’’
আকবর আলির ছেলেরা সে দিন কেন বাঁধনহারা উৎসবে মেতে উঠেছিলেন? রহস্য ফাঁস করেছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। কী সেই কারণ? শরিফুল বলেন, ‘‘অতীতে আমরা দুটো ম্যাচ ওদের (ভারত) কাছে হেরে গিয়েছিলাম।’’
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট খেলবেন কোহালিরা, ইঙ্গিত বোর্ডের
২০১৮-র এশিয়া কাপ সেমিফাইনাল ও ২০১৯ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হার মেনেছিল বাংলাদেশ। ওই দুটো ম্যাচ জিতে উঠেই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে উল্লাসে মেতে উঠেছিল ভারতীয় ক্রিকেটাররা। সেই হারের অনুভূতি বলে বোঝানোর ক্ষমতা নেই বাংলাদেশ ক্রিকেটারদের।
একে হার, তার উপরে ভারতীয়দের উল্লাস মন থেকে মেনে নিতে পারেননি শরিফুলরা। তিনি বলেন, ‘‘ওই দুটো হারের অনুভূতি আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। জেতার পরে ওরা (ভারত) কী করেছিল, সেই ঘটনাগুলো যুব বিশ্বকাপ ফাইনালে নামার আগে আমার মনে পড়ে গিয়েছিল। ওই দুটো ম্যাচ জিতে উঠে আমাদের সামনে ওরা আনন্দে ফেটে পড়েছিল। আমরা কিছুই বলতে পারিনি তখন। তার পর থেকে আমরা অপেক্ষায় ছিলাম। ওদের বিরুদ্ধে কবে ফাইনালে খেলতে নামব, তার দিন গুনছিলাম।’’
পোচেস্ট্রুমে যুব বিশ্বকাপ ফাইনালে আগের দু’ বারের হারের বদলা নেয় বাংলাদেশ। শরিফুল বলেন, ‘‘ফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলাম। সেটা আমরা দিয়েছি। ম্যাচ হারার পরে তাদের সামনে কেউ যদি উল্লাস করে, উৎসবে মেতে ওঠে, তা হলে কেমন লাগে সেটা নিশ্চয় এখন টের পাচ্ছে ভারত।’’
আরও পড়ুন: উল্টে গিয়েছে চোখ, বেরিয়ে এসেছে জিভ! এ কেমন ছবি পোস্ট করলেন বিরাট কোহালি!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy