Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Manu Bhaker

অলিম্পিক্সের ট্রায়ালে বিশ্ব রেকর্ড ভারতের মনু ভাকেরের

ট্রায়ালে দাপট দেখান মনু। মেয়েদের ২৫ মিটার পিস্তল প্রতিযোগিতায় শেষ পর্বে ৪২ পয়েন্ট পান তিনি। যা বিশ্ব রেকর্ড।

Shooter Manu Bhaker broke the world record at the final Olympic selection trial in 25m

মনু ভাকের। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ২৩:৪৪
Share: Save:

অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের লড়াইয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মনু ভাকের। তিনি এবং বিজয়বীর সিধু ২৫ মিটার পিস্তলে অলিপিক্সের ট্রায়ালে প্রথম স্থান পেলেন। মধ্যপ্রদেশের শুটিং অ্যাকাডেমিতে রেকর্ড গড়ে অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন মনু।

ট্রায়ালে দাপট দেখান মনু। মেয়েদের ২৫ মিটার পিস্তল প্রতিযোগিতায় শেষ পর্বে ৪২ পয়েন্ট পান তিনি। যা বিশ্ব রেকর্ড। ছেলেদের বিভাগে বিজয়বীর পান ৩৪ পয়েন্ট। যে পাঁচ জন শুটারকে নির্বাচন করা হয়েছিল, তাঁদের মধ্যে একমাত্র মনু প্রতিটি যোগ্যতা অর্জন পর্বে ৫৮০ পয়েন্টের বেশি পেয়েছেন।

ছেলেদের বিভাগে বিজয়বীর দ্বিতীয় রাউন্ডের পরেই বাকিদের পিছনে ফেলে দেন। শেষ পর্যন্ত তিনিই সেরা হন। অনিশ ভানওয়ালা শেষ করেন দ্বিতীয় স্থানে। তৃতীয় হয়েছেন আদর্শ সিংহ। যদিও অনিশ বাকি চারটি ট্রায়ালের দু’টিতে শীর্ষে ছিলেন এবং দু’টিতে দ্বিতীয় স্থানে ছিলেন।

বুধবার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manu Bhaker olympics Shooting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE