শোয়েব আখতার। ছবি: টুইটার থেকে
ভারত, ইংল্যান্ডের মতো দেশ পেসারদের বিশ্রাম দেওয়ার ব্যাপারে আলাদা করে চিন্তাভাবনা করে। যশপ্রীত বুমরা, জেমস অ্যান্ডারসনদের সব ম্যাচ না খেলিয়ে তরতাজা রাখার চেষ্টা করছে বোর্ড। এমন একটা সময় শোয়েব আখতারের মত, পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদিকে বিশ্রাম দেওয়ার কোনও প্রয়োজন নেই।
আখতার বলেন, “শাহিন হয়তো টি২০ ক্রিকেটে ৯০ ওভার বল করেছে। শেষ ৮টি টেস্টে হয়তো ১৫০ ওভার বল করেছে ও। শাহিন কি এখনই ক্লান্ত? খুব বেশি খাটনি হয়েছে ওর? শাহিনের ক্ষেত্রে এই বিশ্রামের চিন্তা বার বার নিয়ে আসার কোনও মানেই হয় না। ইমরান খান, ওয়াসিম আক্রমরা অনুশীলনে শাহিনের থেকে অনেক বেশি বল করতো।”
জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেছেন শাহিন। সেই সফরে তাঁকে বিশ্রামের কথা বলা হলেও নাকচ করে দেন ২১ বছরের এই পেসার। পাকিস্তানের হয়ে ১৭টি টেস্ট, ২৫টি একদিনের এবং ২৫টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৩৬টি উইকেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy