ভারতীয় স্ত্রীর সঙ্গে শ্যন টেট। ছবি: সংগৃহীত।
ভারতীয় পাসপোর্ট পেলেন অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার শ্যন টেট। ১৫০ কিলোমিটার বেগে বল করার জন্য পরিচিত ছিলেন এই বোলার। ২০১৪ সালে বিয়ে করেন ভারতীয় মডেল মাসুম সিংহকে। ২০১০ সালের আইপিএল থেকেই চলছিল এই দু’জনের প্রেম পর্ব। সেই সময় রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন এই অস্ট্রেলিয়ান বোলার। ২০১৪তে বিয়ে করেন। সেই বিয়েতে উপস্থিত ছিলেন যুবরাজ সিংহ ও জাহির খান। শুক্রবার টেট নিজেই টুইট করে জানান তাঁকে, ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড’ দেওয়া হয়েছে। টুইটে সেই কার্ডের ছবিও পোস্ট করেন তিনি।
আরও খবর: একশো শতাংশ ফিট হলে তবেই খেলব: বিরাট
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে শ্যন টেট নাম লিখিয়ে ফেলেছিলেন দ্বিতীয় দ্রুততম বল করে। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দেশের হয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। নিয়েছিলেন ২৩টি উইকেট। তাঁর সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন। ২৬টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন গ্লেন ম্যাক গ্রা। কিন্তু তার পর থেকেই চোটের কারণে আর নিজের সেরাটা দিতে পারেননি। ২০০৮এ টেস্টকে বিদায় জানান তিনি। ২০১১তে ছাড়েন ওয়ান ডে। ২০১৬র জানুয়ারিতে অস্ট্রেলিয়ার হয়ে শেষ টি২০ ম্যাচ খেলেছিলেন তিনি। এখন তিনি ভারতের হয়েও খেলতে পারবেন। যদিও আইসিসির নিয়ম বলছে অন্য দেশের হয়ে খেলার জন্য চার বছরের একটা সময় লাগে। সে কারণে ২০২০র আগে তিনি ভারতের হয়ে খেলতে পারবেন না। ততদিনে তাঁর বয়স হবে ৩৮। সেই সময় আদৌ তাঁর পক্ষে খেলা সম্ভব হবে কী না সেটা প্রমাণ সাপেক্ষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy