Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Shahid Afridi

দলে এক ভারতীয়, পাঁচ পাকিস্তানি! আফ্রিদির বাছা সেরা দল নিয়ে বিতর্ক তুঙ্গে

তাঁর সময়ের বা তাঁর সঙ্গে খেলা ক্রিকেটারদের নিয়ে সেরা দল। আর সেই দলে মাত্র এক জন ভারতীয়! এমনই এক দল বেছে নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। আক্রমণাত্মক ব্যাটিং ও লেগস্পিনের জন্য পরিচিত আফ্রিদির এই দলে রয়েছেন পাকিস্তানের পাঁচ জন ক্রিকেটার। যা নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। আফ্রিদির এই দল জন্ম দিচ্ছে অনেক বিতর্কেরও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১২:৫৪
Share: Save:
০১ ১৩
তাঁর সময়ের বা তাঁর সঙ্গে খেলা ক্রিকেটারদের নিয়ে সেরা দল। আর সেই দলে মাত্র এক জন ভারতীয়! এমনই এক দল বেছে নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। আক্রমণাত্মক ব্যাটিং ও লেগস্পিনের জন্য পরিচিত আফ্রিদির এই দলে রয়েছেন পাকিস্তানের পাঁচ জন ক্রিকেটার। যা নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। আফ্রিদির এই দল জন্ম দিচ্ছে অনেক বিতর্কেরও।

তাঁর সময়ের বা তাঁর সঙ্গে খেলা ক্রিকেটারদের নিয়ে সেরা দল। আর সেই দলে মাত্র এক জন ভারতীয়! এমনই এক দল বেছে নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। আক্রমণাত্মক ব্যাটিং ও লেগস্পিনের জন্য পরিচিত আফ্রিদির এই দলে রয়েছেন পাকিস্তানের পাঁচ জন ক্রিকেটার। যা নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। আফ্রিদির এই দল জন্ম দিচ্ছে অনেক বিতর্কেরও।

০২ ১৩
আফ্রিদির দলে ওপেন করতে যাবেন সইদ আনোয়ার। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট ও  ২৪৭ ওয়ানডে খেলেছেন তিনি। তাতে করেছেন যথাক্রমে ৪০৫২ ও ৮৮২৪ রান। টেস্ট ও এক দিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরি যথাক্রমে ১১ ও ২০।

আফ্রিদির দলে ওপেন করতে যাবেন সইদ আনোয়ার। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট ও ২৪৭ ওয়ানডে খেলেছেন তিনি। তাতে করেছেন যথাক্রমে ৪০৫২ ও ৮৮২৪ রান। টেস্ট ও এক দিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরি যথাক্রমে ১১ ও ২০।

০৩ ১৩
ওপেনিংয়ে আনোয়ারের সঙ্গী আরও এক জন বাঁ-হাতি ব্যাটসম্যান। অজি উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট পরিচিত এক দিনের ক্রিকেটে বিস্ফোরক ওপেনার হিসেবে। ৯৬ টেস্ট ও ২৮৭ একদিনের ম্যাচ খেলেছেন তিনি। করেছেন যথাক্রমে ৫৫৭০ ও ৯৬১৯ রান।

ওপেনিংয়ে আনোয়ারের সঙ্গী আরও এক জন বাঁ-হাতি ব্যাটসম্যান। অজি উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট পরিচিত এক দিনের ক্রিকেটে বিস্ফোরক ওপেনার হিসেবে। ৯৬ টেস্ট ও ২৮৭ একদিনের ম্যাচ খেলেছেন তিনি। করেছেন যথাক্রমে ৫৫৭০ ও ৯৬১৯ রান।

০৪ ১৩
তিন নম্বরে আফ্রিদি রেখেছেন রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ১৬৮ টেস্ট, ৩৭৫ ওয়ানডে, ১৭ টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে করেছেন যথাক্রমে ১৩,৩৭৮ রান, ১৩৭০৪ রান ও ৪০১ রান। টেস্ট ও এক দিনের ক্রিকেটে করেছেন যথাক্রমে ৪১ ও ৩০ সেঞ্চুরি।

তিন নম্বরে আফ্রিদি রেখেছেন রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ১৬৮ টেস্ট, ৩৭৫ ওয়ানডে, ১৭ টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে করেছেন যথাক্রমে ১৩,৩৭৮ রান, ১৩৭০৪ রান ও ৪০১ রান। টেস্ট ও এক দিনের ক্রিকেটে করেছেন যথাক্রমে ৪১ ও ৩০ সেঞ্চুরি।

০৫ ১৩
চারে রয়েছেন সচিন তেন্ডুলকর। আফ্রিদির দলে তিনিই একমাত্র ভারতীয়। ২০০ টেস্ট, ৪৬৩ একদিনের ম্যাচ, একটি টি-টোয়েন্টি খেলেছেন মুম্বইকর। করেছেন যথাক্রমে ১৫,৯২১ রান, ১৮৪২৬ রান ও ১ রান। টেস্ট ও একদিনের ফরম্যাটে তাঁর সেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ৫১ ও ৪৯।

চারে রয়েছেন সচিন তেন্ডুলকর। আফ্রিদির দলে তিনিই একমাত্র ভারতীয়। ২০০ টেস্ট, ৪৬৩ একদিনের ম্যাচ, একটি টি-টোয়েন্টি খেলেছেন মুম্বইকর। করেছেন যথাক্রমে ১৫,৯২১ রান, ১৮৪২৬ রান ও ১ রান। টেস্ট ও একদিনের ফরম্যাটে তাঁর সেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ৫১ ও ৪৯।

০৬ ১৩
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক খেলেছেন ১২০ টেস্ট, ৩৭৮ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। করেছেন যথাক্রমে ৮৮৩০, ১১৭৩৯ ও ১১ রান। টেস্ট ও এক দিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা যথাক্রমে ২৫ ও ১০।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক খেলেছেন ১২০ টেস্ট, ৩৭৮ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। করেছেন যথাক্রমে ৮৮৩০, ১১৭৩৯ ও ১১ রান। টেস্ট ও এক দিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা যথাক্রমে ২৫ ও ১০।

০৭ ১৩
আফ্রিদির দলে অলরাউন্ডার হলেন জাক কালিস। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৬ টেস্ট, ৩২৮ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। করেছেন যথাক্রমে ১৩২৮৯, ১১৫৭৯ ও ৬৬৬ রান। নিয়েছেন যথাক্রমে ২৯২। ২৭৩ ও ১২ উইকেট।

আফ্রিদির দলে অলরাউন্ডার হলেন জাক কালিস। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৬ টেস্ট, ৩২৮ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। করেছেন যথাক্রমে ১৩২৮৯, ১১৫৭৯ ও ৬৬৬ রান। নিয়েছেন যথাক্রমে ২৯২। ২৭৩ ও ১২ উইকেট।

০৮ ১৩
গিলক্রিস্ট থাকা সত্ত্বেও আফ্রিদি উইকেটকিপার হিসেবে দলে রেখেছেন রশিদ লতিফকে। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার খেলেছেন ৩৭ টেস্ট ও ১৬৬ এক দিনের ম্যাচ। করেছেন যথাক্রমে ১৩৮১ ও ১৭০৯ রান। টেস্টে ও একদিনের ক্রিকেটে নিয়েছেন যথাক্রমে ১১৯ ও ১৮২ ক্যাচ। স্টাম্পিং করেছেন যথাক্রমে ১১ ও ৩৮। তবে লতিফকে দলে রাখা নিয়ে ক্রিকেটমহলেই রয়েছে বিতর্ক।

গিলক্রিস্ট থাকা সত্ত্বেও আফ্রিদি উইকেটকিপার হিসেবে দলে রেখেছেন রশিদ লতিফকে। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার খেলেছেন ৩৭ টেস্ট ও ১৬৬ এক দিনের ম্যাচ। করেছেন যথাক্রমে ১৩৮১ ও ১৭০৯ রান। টেস্টে ও একদিনের ক্রিকেটে নিয়েছেন যথাক্রমে ১১৯ ও ১৮২ ক্যাচ। স্টাম্পিং করেছেন যথাক্রমে ১১ ও ৩৮। তবে লতিফকে দলে রাখা নিয়ে ক্রিকেটমহলেই রয়েছে বিতর্ক।

০৯ ১৩
দলে রয়েছেন বাঁ-হাতি পেসার ওয়াসিম আক্রম। যাঁকে অনেকেই মনে করেন ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা বাঁ-হাতি পেসার। ১০৪ টেস্টে ৪১৪ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২৫ বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন পাঁচ বার। পাশাপাশি, ৩৫৬ একদিনের ম্যাচও খেলেছেন তিনি।

দলে রয়েছেন বাঁ-হাতি পেসার ওয়াসিম আক্রম। যাঁকে অনেকেই মনে করেন ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা বাঁ-হাতি পেসার। ১০৪ টেস্টে ৪১৪ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২৫ বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন পাঁচ বার। পাশাপাশি, ৩৫৬ একদিনের ম্যাচও খেলেছেন তিনি।

১০ ১৩
অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা নতুন বলে দৌড় শুরু করবেন। ১২৪ টেস্ট, ২৫০ ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি খেলেছেন তিনি। নিয়েছেন যথাক্রমে ৫৬৩, ৩৮১ ও পাঁচ উইকেট।

অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা নতুন বলে দৌড় শুরু করবেন। ১২৪ টেস্ট, ২৫০ ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি খেলেছেন তিনি। নিয়েছেন যথাক্রমে ৫৬৩, ৩৮১ ও পাঁচ উইকেট।

১১ ১৩
একদা সতীর্থ শোয়েব আখতারকেও দলে রেখেছেন আফ্রিদি। বিধ্বংসী এই পেসার খেলেছেন ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি। নিয়েছেন যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯ উইকেট।

একদা সতীর্থ শোয়েব আখতারকেও দলে রেখেছেন আফ্রিদি। বিধ্বংসী এই পেসার খেলেছেন ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি। নিয়েছেন যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯ উইকেট।

১২ ১৩
আফ্রিদির দলের একমাত্র স্পিনার হলেন শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন তিনি। খেলেছেন ১৯৪ এক দিনের ম্যাচও। নিয়েছেন ২৯৩ উইকেট। লেগস্পিনকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন ওয়ার্ন।

আফ্রিদির দলের একমাত্র স্পিনার হলেন শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন তিনি। খেলেছেন ১৯৪ এক দিনের ম্যাচও। নিয়েছেন ২৯৩ উইকেট। লেগস্পিনকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন ওয়ার্ন।

১৩ ১৩
আফ্রিদির এই দলে একমাত্র ভারতীয় হিসেবে আছেন সচিন। তাঁর দলে জায়গা হয়নি বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলের মতো ক্রিকেটারদের। অথচ, দলে রয়েছেন রশিদ লতিফ। যা বিস্ময় বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আফ্রিদির এই দলে একমাত্র ভারতীয় হিসেবে আছেন সচিন। তাঁর দলে জায়গা হয়নি বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলের মতো ক্রিকেটারদের। অথচ, দলে রয়েছেন রশিদ লতিফ। যা বিস্ময় বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy