আলা শিশকিনা। ছবি ইনস্টাগ্রাম
কঠোর পরিশ্রম বা নিয়মিত অনুশীলন নয়, তাঁর সাফল্যের পিছনে রয়েছে যৌনসম্পর্ক! এমনই চমকপ্রদ দাবি করেছেন রাশিয়ার এক সাঁতারু। তিনি আরও বলেছেন, ইভেন্টের আগে যৌনসম্পর্ক তাঁর শারীরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
টোকিয়ো অলিম্পিক্সে সিঙ্ক্রোনাইজড সাঁতারে সোনা জিতেছেন আলা শিশকিনা। এর আগে ২০১২ লন্ডন এবং ২০১৬ রিয়ো অলিম্পিক্সেও সোনা জিতেছিলেন তিনি। এরপরে রাশিয়ার এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছে কী ভাবে যৌনতা তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
আলা বলেছেন, “ডাক্তারদের গবেষণা এবং আমাদের দলের ডাক্তার ডেনিসের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। বিজ্ঞানীদের গবেষণা প্রমাণ করেছে যে শরীরে বিধ্বংসী শক্তি চাইলে তা কেবল যৌনসম্পর্কের মাধ্যমেই পাওয়া সম্ভব। শরীরের কথা সব সময় শুনতে হয়। যদি মনে হয় যৌনতার মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব, তাহলে এগিয়ে যাওয়া উচিত।”
তিনি আরও জানিয়েছেন, ম্যাচের আগে যৌনসম্পর্ক ক্রীড়াবিদদের আরও আক্রমণাত্মক করে তুলতে পারে। টেস্টোস্টেরন হরমোন ক্ষয় হলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়। ফলে নিজের ইভেন্টে সাফল্য পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy