আলোচনায় সেরিনা উইলিয়ামসের এই পোশাকই। ছবি: পিটিআই
ইউএস ওপেন খেলেই টেনিসকে বিদায় জানাবেন সেরিনা উইলিয়ামস। আগামী দু’সপ্তাহের মধ্যে যে কোনও দিনই আসতে পারে সেরিনার অবসরের মুহূর্ত। ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের শেষ প্রতিযোগিতায় কি কোনও চমক থাকবে না?
চমক আছে অবশ্যই। সেরিনা জীবনের শেষ প্রতিযোগিতায় মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ছুঁতে পারবেন কি? টেনিস কোর্টের লড়াই তার উত্তর দেবে। সেরিনা ভক্তরা নিশ্চিত ভাবেই তাঁর খেলার দিকে নজর রাখবেন। নজর রাখতে হবে ইউএস ওপেনে মার্কিন টেনিস খেলোয়াড়ের পোশাকের দিকেও। যে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা সেরিনাকে পোশাক সরবরাহ করে তারা বিশেষ কিছু পোশাক তৈরি করেছে। যেগুলি পরে সেরিনা বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের কোর্টে দাপাবেন।
সেরিনা নিজের পোশাকের নকশা নিজেই করেন বহু দিন ধরে। এ বারের প্রতিযোগিতার জন্য যে পোশাক তিনি পছন্দ করেছেন, তা অনেকটা ফিগার স্কেটিংয়ের আদলে। তাঁর পোশাকে রয়েছে সোনা এবং হিরের কারুকাজ। বাদ থাকছে না জুতোও। পোশাক তৈরিতে সহায়তা করেছে সেরিনার গয়না তৈরির সংস্থা। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা সেরিনাকে তাঁর টেনিসজীবনের শেষ প্রতিযোগিতায় বিশেষ ভাবে সাজিয়ে তুলতে চেয়েছে।
প্রথম রাউন্ডের ম্যাচে গ্যালারিতে বিশেষ সাজে দেখা গিয়েছে সেরিনা-কন্যাকেও। ১৯৯৯ সালে প্রথম ইউএস ওপেন খেলার সময় ৪০ বছরের সেরিনার চুলের স্টাইল যেমন ছিল, ঠিক সেই স্টাইলেই খেলা দেখতে এসেছিল অলিম্পিয়া। দর্শকদের নজরও কেড়ে নিয়েছে সেরিনা-কন্যা। প্রথম রাউন্ডে সেরিনার ৬-৩, ৬-৩ ব্যবধানে জয়ের মতোই আকর্ষণীয় ছিল গ্যালারিতে অলিম্পিয়ার উপস্থিতি। সেরিনা জানিয়েছেন, মেয়ে তাঁর মতোই চুলে বিডস ব্যবহার করতে পছন্দ করে। বলেছেন, ‘‘বিষয়টা আমি জানতাম না। তবে অলিম্পিয়াকে এমন সাজে দেখে ভাল লেগেছে। এটা যাঁরই ভাবনা হোক, ওকে বেশ মানিয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy