আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া সফরের জন্য সে দেশে উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। করোনা আবহে সফর নিয়ে প্রথম দিকে ধোঁয়াশা থাকলেও পরে তা কেটে যায়। বুধবার বিরাট কোহালিদের সেই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া সিরিজে থাকছে ৩টি করে ওয়ান ডে, টি২০ এবং ৪টি টেস্ট। গ্রাফিক: শৌভিক দেবনাথ।