জ্যাকিচন্দ লাল-হলুদে ফাইল ছবি
অমরজিৎ সিংহ, রোমিয়ো ফার্নান্দেজ, আদিল খান, শুভ ঘোষদের পর জ্যাকিচন্দ সিংহকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। তালিকায় রয়েছেন জয়নার লোরেঙ্কোও। মুম্বই সিটি এফসি থেকে লোনে সই করলেন জ্যাকিচন্দ। জয়নার এর আগে খেলেছেন জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসি-র হয়ে। জামশেদপুর থেকে লোনে লাল-হলুদ ক্লাবে যোগ দিতে পারেন তিনি।
দলে আসতে পারেন সেন্ট্রাল ডিফেন্ডার ড্যানিয়েল গোমস ও সংপু সিংসিট। ড্যানিয়েল এর আগে গোয়া প্রো লিগে সালগাঁওকরের হয়ে খেলেছেন। স্ট্রাইকার সংপু এর আগে খেলতেন নেরোকা এফসি দলে। আই লিগে ১৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তবে বিদেশিদের মধ্যে কারা সই করতে পারেন তা এখনও ঠিক হয়নি। ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ায় এখন ফ্রি ফুটবলারদেরই দলে নিতে পারবে এসসি ইস্টবেঙ্গল। তবে বিদেশি নির্বাচন করবেন কোচ রবি ফাওলারই।
🤝DONE DEAL🤝
— SC East Bengal (@sc_eastbengal) September 1, 2021
Jackichand Singh is a 🆃🅾️🆁🅲🅷🅱️🅴🅰️🆁🅴🆁!
The right-winger has penned a season-long loan deal with 🆄🆂 from @MumbaiCityFC 📝
Join us in welcoming our latest addition to the squad! 🔴🟡#WelcomeJacki #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/s6H3kWFGnu
লাল-হলুদে সই করার পর জ্যাকিচন্দ বলেছেন, “ইস্টবেঙ্গলে ফিরতে পেরে উত্তেজিত। আমার উপর আস্থা রাখার জন্য দলকে ধন্যবাদ। লাল-হলুদ জার্সি গায়ে খেলতে নামার জন্য তর সইছে না।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy