সঞ্জু স্যামসনকে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা। —ফাইল চিত্র।
মাত্র দুই বল খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। পুণেয় প্রথম বলে ছয় মারার পর দ্বিতীয় বলে হন এলবিডব্লিউ। সেই ইনিংসের পরই ফের বাদ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের।
জাতীয় নির্বাচকরা তাঁকে সিনিয়র দলে না রাখলেও ভারত এ দলের নিউজিল্যান্ড সফরে রয়েছেন স্যামসন। শুক্রবার লিঙ্কনে ছিল সফরের প্রথম ওয়ানডে। যাতে দল জিতলেও তিনি অবশ্য রান পাননি। পাঁচ নম্বরে নেমে সাত বলে চার রান করে ফেরেন তিনি। হন রানআউট।
তবে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর করা এক রহস্যময় টুইট নিয়েই এখন সরগরম ক্রিকেটমহল। টুইটে শুধু একটা ‘কমা’ দিয়েছেন সঞ্জু। ফলে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েই চলছে চর্চা। নেটিজেনরা তাঁকে হতাশ না হয়ে ক্রমাগত রান করে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: রাজকোটের নতুন স্টেডিয়ামে আজ পর্যন্ত কোনও ওয়ান ডে জেতেনি ভারত!
কেরলের উইকেটকিপার ব্যাটসম্যান কেরিয়ারে এখনও পর্যন্ত খেলেছেন দুটো টি-টোয়েন্টি। ২০১৫ সালে অভিষেক হয়েছিল তাঁর। পরের সুযোগ এসেছিল এই বছরের গোড়ায়। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে বাদ পড়েছেন তিনি। যা নিয়ে তখনও সরব হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।
Bring Back Sanju @BCCI ❤🇮🇳 pic.twitter.com/dLn6CRX5wD
— Sreepathi Bhargav Naidu🇮🇳 (@iambhargavnaidu) January 16, 2020
Please don't loose patience brother. We all support you. You deserve it. You plays very well. Play well with all your passion, to the opportunities that come to you.
— Akhil George (@akhilgeorge1993) January 16, 2020
Time will answer the people who thought you were a normal batsman! Cheer up! Take your bat and show your talent.
Don't worry my friend everything gonna alright.. @imVkohli please stop ur delhi love and give chance to sanju once.. i guaranteed he will do well @BCCI @RaviShastriOfc @SGanguly99 @ImRo45
— NIKHIL CHAWARE (@NIKHILCHAWARE2) January 16, 2020
This is grave injustice happening with you Sanju. We stand with you.
— turquoise (@FourOverthrows) January 16, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy