সোশ্যাল মিডিয়ায় ফের তোপের মুখে মঞ্জরেকর। ছবি টুইটার থেকে নেওয়া।
হ্যামিল্টনে বুধবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেরা ছন্দে ছিলেন না জশপ্রীত বুমরা। ডেথ ওভারে বিশ্বের সেরা বোলার হিসেবে চিহ্নিত হলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবার তিনি হতাশ করেছেন দলকে। শুধু ডেথ ওভারেই নয়, সুপার ওভারেও তিনি দেন ১৭ রান!
সুপার ওভারে রোহিত শর্মার শেষ দুই বলে মারা ছক্কা ভারতকে জেতালেও বুমরার বোলিং উদ্বেগে রেখেছিল ক্রিকেটপ্রেমীদের। সিরিজ জয়ের খুশির মধ্যেও ছিল তাই বুমরাকে নিয়ে ছিল দুশ্চিন্তা। এই আবহেই বৃহস্পতিবার টুইট করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তিনি লেখেন, “বুমরার সুপার ওভার দেখলাম। ও অসাধারণ বোলার। কিন্তু ওর উচিত ছিল ক্রিজের ব্যবহার বাড়ানো, যাতে বিভিন্ন কোণ তৈরি করতে পারে ডেলিভারিগুলোর জন্য।”
মঞ্জরেকরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চার মুখে পড়ে। এই মন্তব্যের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় তাঁকে। কেউ লিখেছেন, “এ বার কি আপনি বোলিংও শেখাবেন?” একজন লিখেছেন, “একটা গড়পড়তা দিনের পর নিজের সময়ের গড়পড়তা খেলোয়াড়ও বিশ্বের সেরার পরামর্শদাতা হয়ে উঠেছে। পরামর্শ দেওয়া খারাপ নয়। কিন্তু যে দিচ্ছে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকছে। ব্যাপারটা বেশ মজার!” এক জন লিখেছেন, “এটা অমিতাভ বচ্চনকে উদয় চোপড়ার পরামর্শ দেওয়ার মতো হল।” কেউ লিখেছেন, “বুমরা বিশ্বমানের বোলার। বুধবার ওর দিন ছিল না। কিন্তু একটা ম্যাচ দেখে বিচার করা ঠিক নয়। একটা ম্যাচ দেখে পরামর্শ দেওয়াও উচিত নয়। কারণ টিম ইন্ডিয়ার হয়ে ও অবিশ্বাস্য পারফরম্যান্স করে চলেছে।”
আরও পড়ুন: আজ সাইনিদের সুযোগ দিতে পারেন কোহালি
আরও পড়ুন: টেলরদের অস্ত্র প্রায় সাত ফুটের পেসার
1 bad day and even average players of their time become advisors to worlds best. Not implying that its bad to give advice, its just the credibility of the source of advice. I find it funny! 😆
— Ankit Gupta (@agupta2708) January 30, 2020
Just like the way you did sweep shot in 1996 World Cup Semifinal against Srilanka.... He is a class apart it was one of his off days. Not like you who had off years.....
— @impady (@panwar_1802) January 30, 2020
@sanjaymanjrekar .. Spare the bowlers please. They were consistently doing amazing job for India. Then what do have to say about @TimSouthee_NZ ?
— Gowtham Karingi (@KaringiGowtham) January 31, 2020
ICC should conduct a dope test on SM. Looks like he feels he is Sachin, McGrath, Jonty, so that he can give expert advice in all areas. While he was as good batsman as Walsh during his times.
— Viral Dedhia (@vvdedhia) January 31, 2020
Sanjay Manjrekar ... It's easy to give lectures....Had you been there , you would have given 34 runs rather than 17.
— Gaurav Saroha (@GauravS97770906) January 30, 2020
Just like how you could have used a bit more brain while batting, fun part is Bumrah can and will learn and come back.
— Piyush Panchal (@piyush_2911) January 30, 2020
Bumrah is world class bowler, yesterday was not his day, but don't judge him or don't give any advice bcz he is doing fabulous job for team india.
— Balaji Patil (@BDPatil5) January 30, 2020
Please also gave same advice to the bowlers for other countries so everyone feel same harassment
— Chan Pal Singh (@ChanPalSingh1) January 30, 2020
😁
That's true. But If manjrekar had given inputs before he would have done better. Unlucky bumrah
— Sri (@srisport8) January 30, 2020
Thats like Uday Chopra giving advice to @SrBachchan . Lolz
— Swapnil Pampattiwar (@SwapnilPams) January 30, 2020
Sanjay Manjjrekar of 2019 is back at 2020. Why Sanjay? I think getting mass abuse is your passion
— Subhamoy (@Subhamo02129975) January 30, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy