হায়দরাবাদের দুই কন্যা বিশ্বে নিজের-নিজের এক নম্বর আসন রক্ষা করার লড়াইয়ে নেমে এক জন প্রথম ধাপে হোঁচট খেয়েও রক্ষা পেলেন, অন্য জন জিতেও নিশ্চিন্ত হতে পারছেন না।
টেনিসে বিশ্বের এক নম্বর ডাবলস প্লেয়ার সানিয়া মির্জা (মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী নিয়ে) স্টুটগার্ট ওপেনে প্রথম রাউন্ডে অনামী পেত্রা-ভগ্ট জুটির কাছে ৩-৬, ৩-৬ হারেন। ডাবলসে ব্যক্তিগত তথা টিম হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার পর প্রথম ম্যাচে নেমেই। তিনটে টুর্নামেন্টে টানা ১৪ ম্যাচ অপরাজিত সানিয়া-হিঙ্গিস জুটির এটাই প্রথম হার।
তা সত্ত্বেও সানিয়ার শীর্ষাসন অটুট থেকে যাচ্ছে পরের সোমবার প্রকাশিতব্য ডব্লিউটিএ-র আসন্ন র্যাঙ্কিংয়ে। কারণ, গতবারের স্টুটগার্ট ডাবলস ফাইনালিস্ট হিসেবে সানিয়া এ বার প্রথম রাউন্ডে হেরে ১৫১ পয়েন্ট হারাচ্ছেন বটে। কিন্তু ওই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন জুটি সারা ইরানি আর রবার্তা ভিঞ্চি এ বার না-ই খেলায় তাঁরাও প্রত্যেকে ২৩৫ পয়েন্ট করে খোয়াবেন সানিয়ার পাশাপাশি। ফলে পরের সপ্তাহে হিসেব মতো সানিয়া ৭৫০৯ পয়েন্টে নেমে গিয়েও র্যাঙ্কিংয়ে এক নম্বরেই থাকবেন। সারা আর রবার্তা দু’জনেই ৭৪০৫ পয়েন্টে নেমে যাবেন বলে।
অন্য দিকে, এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে একটি ‘বাই’ আর একটি ‘ওয়াকওভার’ পাওয়ার পর এ দিন মেয়েদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর সাইনা নেহওয়াল প্রথম কোর্টে নেমে জাপানের ওকুহারাকে ২১-১৪, ১০-২১, ২১-১০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আরও কঠিন চ্যালেঞ্জের সরণিতে গিয়ে দাঁড়ালেন। শেষ আটে সাইনার সামনে চিনা তাইপের জু তাই। যাঁর কাছে শেষ সাক্ষাতে সাইনা হেরেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy