পিভি সিন্ধুর পরে সাইনা নেহওয়ালও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সহজেই পৌঁছে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে। তাঁর সঙ্গে শেষ ষোলোয় গেলেন কিদম্বি শ্রীকান্তও।
প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়েছিলেন সিন্ধুর মতো সাইনাও। বুধবার দ্বিতীয় রাউন্ডে হায়দরাবাদী তারকা ২১-১১, ২১-১২ হারান সুইৎজারল্যান্ডের সাব্রিনা জ্যাকেটকে। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপোজয়ীকে বিশেষ সমস্যায় পড়তে হয়নি সাব্রিনার চ্যালেঞ্জ সামলাতে। মাত্র ৩৩ মিনিটেই তিনি জিতে যান। এই নিয়ে সাব্রিনাকে দ্বিতীয়বার টানা হারালেন সাইনা। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিক্সেও তিনি হারিয়েছিলেন এ মরসুমে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী সাব্রিনাকে।
আরও পড়ুন: ‘মোদী, বচ্চন স্যার খুব উদ্বুদ্ধ করেছেন’
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ২৭ বছর বয়সি সাইনার সামনে পড়তে পারেন সুং জি হিউন। কোরিয়ার তারকার বিরুদ্ধে সাইনার মুখোমুখি লড়াইয়ের রেকর্ড খুব ভাল। মোট ৯ বার মুখোমুখি হয়ে সাত বার সুং জি হিউনকে হারিয়েছেন সাইনা। পুরুষদের সিঙ্গলসে প্রি কোয়ার্টারে উঠেছেন বি সাই প্রণীতও। ২০ বছর বয়সি অ্যান্টনি সিনিসুকা জিন্টিংয়ের বিরুদ্ধে প্রথম গেমেই হেরে যান প্রণীত। শেষ পর্যন্ত প্রণীত এক ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ের পরে হারান ১৪-২১, ২১-১৮, ২১-১৯।
অন্য ম্যাচে প্রি-কোয়ার্টার ফাইনালে গেলেন কিদম্বি শ্রীকান্তও। ২১-৯, ২১-১৭ ফলে তিনি হারিয়েছেন ফ্রান্সের খেলোয়াড় লুকাস কর্ভিকে। শেষ ষোলোয় তাঁর সামনে টুর্নামেন্টের চতুর্দশ বাছাই ডেনমার্কের আন্দ্রেস আন্তনসেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy