Advertisement
০৫ নভেম্বর ২০২৪

চোটে সরলেন সাইনা, আজ শুরু সিন্ধুর লড়াই

খেলছেন পুসারলা বেঙ্কট সিন্ধু। তাঁকে ঘিরে ভারতীয়দের যাবতীয় প্রত্যাশা। প্রত্যাশা বাড়ার কারণ, সদ্য শেষ হওয়া ইন্দোনেশিয়া ওপেনে তাঁর অসাধারণ পারফরম্যান্স।

পুসারলা বেঙ্কট সিন্ধু।

পুসারলা বেঙ্কট সিন্ধু।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৪:০৮
Share: Save:

চোট নিয়ে সমস্যা কাটেনি। সাইনা নেহওয়াল তাই জাপান ওপেনে খেলছেন না। মঙ্গলবার শেষ মুহূর্তে তিনি টোকিয়োয় না খেলার সিদ্ধান্ত নিলেন।

খেলছেন পুসারলা বেঙ্কট সিন্ধু। তাঁকে ঘিরে ভারতীয়দের যাবতীয় প্রত্যাশা। প্রত্যাশা বাড়ার কারণ, সদ্য শেষ হওয়া ইন্দোনেশিয়া ওপেনে তাঁর অসাধারণ পারফরম্যান্স। জাকার্তায় ফাইনালে আকানে ইয়ামাগুচির কাছে হেরে গেলেও সিন্ধু স্বয়ং বলেছেন, ‘‘বহুদিন পরে একটা গোটা টুর্নামেন্ট ধরে এতটা ভাল খেললাম ইন্দোনেশিয়ায়। আশা করছি এই আত্মবিশ্বাস ধরে রেখে জাপানে আরও ভাল খেলব।’’ সঙ্গে অবশ্য এটাও বলেছিলেন, ‘‘ঠিক যেখানে যেখানে আমার পয়েন্ট জেতার কথা, জাকার্তায় সেখানেই ভুল করেছি। না হলে হয়তো ফাইনালেও জিততাম। চেষ্টা করব ভুল থেকেই শিক্ষা নিতে।’’

টোকিয়োয় বুধবার অভিযান শুরু করছেন সিন্ধু। প্রতিপক্ষ চিনের ইউ হান। প্রথম রাউন্ডে জিতলে সিন্ধুকে খেলতে হবে স্কটল্যান্ডের কার্স্টি গিলমোর ও জাপানের আয়া ওহোরির মধ্যে ম্যাচে বিজয়ীর সঙ্গে। সব চেয়ে বড় কথা, এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলে তিনি হয়তো ইয়ামাগুচির কাছে জাকার্তায় হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও পেয়ে যেতে পারেন।

বুধবার নামবেন পুরুষ বিভাগের অষ্টম বাছাই কিদম্বি শ্রীকান্তও। তাঁকে খেলতে হবে ভারতের এইচএস প্রণয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সাই প্রণীত দ্বিতীয় রাউন্ডে উঠলেন কেন্তো নিসিমোতোর মতো নামী তারকাকে স্ট্রেট সেটে হারিয়ে। রীতিমতো দাপট নিয়ে প্রণীত জিতেছেন ২১-১৭, ২১-১৩ ফলে। জিততে সময় নিয়েছেন মাত্র ৪২ মিনিট। দ্বিতীয় রাউন্ডে প্রণীতের সামনে জাপানের কান্তা সুনেইয়ামা। এ দিন মিক্সড ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-অশ্বিনী পোনাপ্পা জুটি জিতেছে। তাঁরা হারান জার্মানির মার্ভিন জ়িডেল-লিন্ডা এলফারকে ২১-১৪, ২১-১৯ ফলে। ডাবলসে অবশ্য মনু অত্রি-সুমিত বি রেড্ডি জুটি বিদায় নিয়েছে। তাঁদের হারিয়েছে মালয়েশিয়ার গোহ জ়ে ফেই-নুর ইজ্জুদ্দিন জুটি। মনুরা হারেন ১২-২১, ১৬-২১ ফলে।

অন্য বিষয়গুলি:

Saina Nehwal PV Sindhu Japan open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE