চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ড শিবিরের চিন্তা ভারতীয় স্পিনারেরা। গ্রুপ পর্বে নিউ জ়িল্যান্ড ম্যাচেই প্রথম চার জন স্পিনারকে নিয়ে প্রথম একাদশ সাজিয়ে ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তাঁর পরিকল্পনা সফল হয়েছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। নিউ জ়িল্যান্ড শিবিরের ধারণা ফাইনালেও চার জন স্পিনার নিয়ে খেলবে ভারত। ভারতীয় স্পিনারদের সামলাতে কিউয়িদের বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করে দিয়েছেন নেট বোলার শাশ্বত তিওয়ারি।
বরুণ চক্রবর্তী ছাড়াও রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবকে নিয়ে চিন্তিত নিউ জ়িল্যান্ড শিবির। দুবাইয়ের ২২ গজে অক্ষর পটেলকেও হালকা ভাবে নিচ্ছেন না মিচেল স্যান্টনারেরা। শনিবার ফাইনালের আগের দিন নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা মূলত স্পিন বল খেলার প্রস্তুতি সেরেছেন। শাশ্বত বলেছেন, ‘‘ভারতের বাঁহাতি স্পিনারদের নিয়ে চিন্তায় রয়েছে নিউ জ়িল্যান্ড। ওরা স্পিন খেলতে খুব সমস্যায় পড়ছে, তা বলব না। তবে ভারতের স্পিন আক্রমণ অত্যন্ত শক্তিশালী। ভারতের স্পিনারদের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা সমস্যায় পড়তেই পারে।’’
অনুশীলনে নেট বোলার শাশ্বতকে নানা ভাবে বল করার অনুরোধ করেছেন কিউয়ি ব্যাটারেরা। ভারতের প্রত্যেক স্পিনারকে সামলানোর জন্য আলাদা আলাদা প্রস্তুতি নিয়েছেন তাঁরা। শাশ্বত বলেছেন, ‘‘আমি ভাগ্যবান। নেটে বল করার জন্য আমাকে নিউ জ়িল্যান্ড শিবির থেকে অনুরোধ করা হয়েছিল। একটা সময় নিউ জ়িল্যান্ডের এক জন ব্যাটার ১৮ গজ দূর থেকে বল করার অনুরোধ করেন। জাডেজার বলের গতির সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্যই ও ভাবে বল করতে বলেছিলেন আমায়। তাতে ওই ব্যাটারের মনে হয়, বলের গতি একটু বেশি হয়ে যাচ্ছে। আবার আমাকে ২২ গজ দূর থেকেই বল করতে বলেন তিনি। আমরা নেট বোলারেরা নির্দিষ্ট পরিকল্পনা মতো বল করেছি কিউয়ি ব্যাটারদের। আমাদের বোলিংয়ে খুশি হয়েছেন নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা।’’ কোন ব্যাটার জাডেজার গতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তা জানাতে রাজি হননি শাশ্বত। গ্লেন ফিলিপসকে বোল্ড করতে পেরে তিনি খুশি।
শনিবার আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করে নিউ জ়িল্যান্ড। স্থানীয় স্পিনারদের বিরুদ্ধে অনুশীলন করেন কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্রেরা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাশ্বত কর্মসূত্রে থাকেন দুবাইয়ে।