Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Saina Nehwal

অলিম্পিক্সে পঞ্চম বাছাই সাইনা

পঞ্চম বাছাই হিসেবে রিও অলিম্পিক্সে যোগ দিতে যাচ্ছেন সাইনা নেহওয়াল। ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা ছাড়াও রিও যাচ্ছেন পিভি সিন্ধুও। তিনি নবম বাছাই। ছেলেদের সিঙ্গলসে নবম বাছাই হিসেবে যাচ্ছেন কিদাম্বি শ্রীকান্ত। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাইনা রয়েছেন পাঁচেই। পিভি সিন্ধু ১০এ।

সাইনা নেহওয়াল। ছবি-পিটিআই।

সাইনা নেহওয়াল। ছবি-পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ২২:২৫
Share: Save:

পঞ্চম বাছাই হিসেবে রিও অলিম্পিক্সে যোগ দিতে যাচ্ছেন সাইনা নেহওয়াল। ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা ছাড়াও রিও যাচ্ছেন পিভি সিন্ধুও। তিনি নবম বাছাই। ছেলেদের সিঙ্গলসে নবম বাছাই হিসেবে যাচ্ছেন কিদাম্বি শ্রীকান্ত। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাইনা রয়েছেন পাঁচেই। পিভি সিন্ধু ১০এ। শ্রীকান্ত ১১ নম্বরে। অলিম্পিক্সের বাছাইদের বেছে নেওয়া হয়েছে সম্প্রতি বিশ্ব র‌্যাঙ্কিং আর অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের উপর।

ছেলেদের মধ্যে শীর্ষ বাছাই মালয়েশিয়ার লি চং উই। মহিলাদের শীর্ষ বাছাই স্পেনের ক্যারোলিনা মারিন। দ্বিতীয় বাছাই চেন লং ও তৃতীয় বাছাই দু’বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন লিন ডান। শেষ দুটো অলিম্পিক্সে লি রানার্স ছিলেন। ক্যারোলিনা দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নের পিছনে রয়েছেন ওয়াং ইহান ও লি জুরুই। ডাবলসের বাছাইদের মধ্যে নেই কোনও ভারতীয়। মেনস সিঙ্গলসে ১৩টি গ্রুপে রয়েছেন ৪১জন প্রতিযোগী। মহিলাদের মধ্যেও ১৩টি গ্রুপে রয়েছেন ৪০ জন।

আরও খবর

রিও অলিম্পিক্সে জেহাদি হামলার হুমকি?

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE