সচিনকে কেক খাওয়াচ্ছেন পাঠান ভাইয়েরা। ছবি টুইটার
সচিন তেন্ডুলকরের শততম শতরানের মুহূর্ত স্মরণীয় করে রাখলেন তাঁরই প্রাক্তন সতীর্থরা। এখন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে ব্যস্ত সচিন। সেখানেই ইরফান পাঠান, তাঁর দাদা ইউসুফ পাঠান এবং বাকি সতীর্থরা মিলে কেক কেটে সচিনের এই কীর্তি উদযাপন করেন।
২০১২ সালের ১৬ মার্চ বিশ্বের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ফরম্যাটে শততম শতরান করেন সচিন। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এই রেকর্ড গড়েন তিনি। মঙ্গলবার ইরফান একটি ছবি পোস্ট করেছেন টুইটারে, যেখানে দেখা যাচ্ছে সচিনকে কেক মাখিয়ে দিচ্ছেন তাঁরা। সঙ্গে ইরফান লিখেছেন, “যেদিন সচিন পাজি শততম শতরান করেছিল, সেদিন আমি সব থেকে সেরা আসনে বসেছিলাম।”
যদিও সেই ম্যাচে জিততে পারেনি ভারত। ১৪৭ বলে ১১৪ রান করেছিলেন সচিন। ভারত তুলেছিল ২৮৯/৫। কিন্তু সেই রান তাড়া করে শেষ ওভারে জেতে বাংলাদেশ।
A century of centuries 💥#OnThisDay in 2012, India legend @sachin_rt became the first player to score 💯 international centuries! pic.twitter.com/3BN0WEoR1w
— ICC (@ICC) March 16, 2021
I had the best seat in the house when @sachin_rt paaji scored 100th International 💯 and today as well:) pic.twitter.com/SVFO20LCwb
— Irfan Pathan (@IrfanPathan) March 16, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy