অতীত অ্যালাবাম থেকে। সচিন তেন্ডুলকর ও ক্রিস কেয়ার্নস। ফাইল চিত্র
বাইশ গজের যুদ্ধে ওঁদের লড়াই জমে উঠত। কিন্তু মাঠের বাইরে দু’জনের বন্ধুত্ব যে এখনও অটুট, সেটা বুঝিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নসের জন্য চিন্তায় মাস্টার ব্লাস্টার। নিজের মনের কথা টুইট করে জানালেন সচিন।
সচিন লিখেছেন, ‘ক্রিস কেয়ার্নসের জন্য চিন্তা হচ্ছে। তাই প্রার্থনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো বন্ধু। গোটা ক্রিকেট দুনিয়া তোমার জন্য প্রার্থনা করছে।’
নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট, ২১৫টি একদিনের ম্যাচ ও ২টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার গত মাস থেকে গুরুতর অসুস্থ। কয়েক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই জন্য শিরদাঁড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ও দুই পা এখন পক্ষাঘাতে আক্রান্ত। ফলে একটা সময় মাঠে দাপিয়ে বেড়ানো কেয়ার্নসের ভরসা এখন হুইল চেয়ার।
Concerned to know about Chris Cairns. Hoping & praying. 🙏🏻
— Sachin Tendulkar (@sachin_rt) August 27, 2021
Get well soon mate, the entire cricketing fraternity wishes for your wellbeing.
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy