আইপিএল-এর আগে স্বস্তি পাবে কিংস ইলেভেন পঞ্জাব। ক্রিস গেলের জন্য। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এমন ছক্কা মারলেন, ভিআইপি বক্সের কাচ ভেঙে গেল।
ক্যারিবিয়ান লিগে দ্বিতীয় ম্যাচে গেলের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হয় বার্বাডোজ রয়্যালস। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডারের বলে ছক্কা মারেন গেল। তাতে ভিআইপি বক্সের কাচ ভেঙে যায়। সেই ছবি ও ভিডিয়ো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।
গেল অবশ্য খুব বেশি রান করতে পারেননি। ৯ বলে ১২ রান করে আউট হন। ওশেন থমাসের বলে আউট হন তিনি। ম্যাচে জেতে তাঁর দল। ২১ রানে হোল্ডারের বার্বাডোজকে হারান গেলরা।
He wasn’t there for long but @henrygayle did some damage #CPL21 #CricketPlayedLouder pic.twitter.com/JHX8GYbGdN
— CPL T20 (@CPL) August 26, 2021
A SMASHING HIT by the Universe Boss @henrygayle sees him with the @OmegaXL hit from match 2. #CPL21 #BRvSKNP #CricketPlayedLouder #OmegaXL pic.twitter.com/8001dFwNWQ
— CPL T20 (@CPL) August 27, 2021
২১ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল-এর দ্বিতীয় পর্বে দুবাইয়ের মাঠে খেলতে নামবেন গেলরা।