রক্তদান করে পরিবারের অজানা সমস্যার কথা তুলে ধরলেন সচিন। ছবি - টুইটার
বিশ্ব রক্তদান দিবসে অংশ নিলেন। একই সঙ্গে রক্তদান নিয়ে তাঁর পরিবারের উপর দিয়ে ঘটে যাওয়া এক অজানা ঘটনার কথাও শোনালেন সচিন তেন্ডুলকর। সোমবার মুম্বইয়ের একটি রক্তদান শিবিরে যান তিনি। করোনাকে হারানোর পর প্লাজমা ও অক্সিজেন দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। রক্তদান নিয়ে টুইটারে একটি ভিডিয়ো দিয়েছেন তিনি।
সচিন ভিডিয়োতে বলেছেন, ‘এই তো কয়েক বছর আগের কথা। আমার পরিবারের এক সদস্যের জটিল অস্ত্রোপচার হয়েছিল। সেই অস্ত্রোপচার করতে গিয়ে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। সেই সময় আমরা রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছিলাম। এমন কঠিন সময় একজন অচেনা ব্যক্তি আমাদের পাশে এসে দাঁড়ান। তিনি রক্ত দেওয়ার জন্যই আমার পরিবারের সদস্যকে ফিরে পেয়েছিলাম। কতটা আনন্দ পেয়েছিলাম, সেটা জানানোর ভাষা আমার কাছে নেই। সেই অচেনা ব্যক্তিকে ধন্যবাদও জানিয়ে ছিলাম। তাই আপনারাও এই মহৎ উদ্যোগে সামিল হোন। কারণ রক্তদান মানে জীবন দান।’
We all have the power to save a life. Let’s use it.
— Sachin Tendulkar (@sachin_rt) June 14, 2021
Sharing a recent incident from my personal life that really touched my heart.
On #WorldBloodDonorDay, I request everyone who can donate blood to get in touch with a blood bank and understand how to do so safely. pic.twitter.com/DbjQoBOqp8
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy