সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।
এক দলে ১২ নয়, এ বার ১৪ জন। এমনটাই চেয়েছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। গত বছরই হ্যারিস শিল্ডের সময় এই ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি। যখন সচিন চেয়েছেন তখন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তা নিয়ে ভাববে না এমনও হয় নাকি? বছর ঘুরতেই তা বাস্তবায়িত হতে চলেছে। মুম্বইয়ের এলিট লিগ ও জাইলস শিল্ডের ফাইনালে ১৪ জনের দলই খেলবে। এই দুটো মুম্বইয়ের খুব নামী স্কুল টুর্নামেন্ট।সচিনের এই ইচ্ছের কথা জানিয়ে স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে এমসিএ-র কাছে আবেদন জানানো হয়েছিল। এমসিএ সেই আবেদনে সবুজ সঙ্কেত দিয়েছে। এই খবরে তেন্ডুলকর তাঁর ভাললাগা জানিয়েছেন। বলেন, ‘‘আমি খুশি এটা ভেবে যে আরও বেশি ছেলে খেলার সুযোগ পাবে। যার ফলে বাচ্চারা অনেকবেশি খেলার মধ্যে থাকতে পারবে আর একটা স্বাস্থ্যকর জীবন কাটাতে পারবে।’’
আরও পড়ুন
ভুবনেশ্বর, বুমরায় মুগ্ধ কোহালি
ভুল শুধরে লাথামকে থামিয়ে জয় ভারতের
স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব মেমনের কাছে এমসিএ-র চিঠি এসে পৌঁছেছে। তিনি বলেন, ‘‘সচিনের এই অভিনব পরিকল্পনা স্কুল, কোচ, প্লেয়ার এবং তাদের পরিবার সকলেই খুব ভালভাবে নিয়েছে। কারণ এখন প্রায় সকলেই খেলার সুযোগ পাবে। বিশেষ করে বোলার। এই নিয়মে হ্যারিস শিল্ডে আরও ৮৪জন প্লেয়ার খেলতে পারবে।’’ তিনি আরও বলেন, ‘‘এর মাধ্যমে কোচেদের সামনেও অনেক রাস্তা খুলে যাবে। তুমি ১৪জন প্লেয়ারকে দলে সুযোগ দিতে পারবে। সেখান থেকে সেরা ১৪জনকে নিয়ে মাঠে নামতে পারবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy