Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Cricket

এ বার পারলে না, ধোনিকে বলেছিলেন সাবির

২০১৯ সালের বিশ্বকাপে ফের সাবিরকে স্টাম্প করার সুযোগ পেয়েছিলেন ধোনি। কিন্তু, সেই যাত্রায় সাবির বেঁচে যান।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ১৭ মে ২০২০ ১৭:৫২
Share: Save:

২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাবির রহমানকে স্টাম্প করে ম্যাচের রং বদলে দিয়েছিলেন।

২০১৯ সালের বিশ্বকাপে ফের সাবিরকে স্টাম্প করার সুযোগ পেয়েছিলেন ধোনি। কিন্তু, সেই যাত্রায় সাবির বেঁচে যান। ধোনি উইকেট ভেঙে দেওয়ার আগেই সাবির ঢুকে পড়েন ক্রিজে। জীবন ফিরে পাওয়ার পরে ধোনির উদ্দেশে সাবির বলেছিলেন, ‘‘আজকে পারলে না।’’

সেই ঘটনার উল্লেখ করে বাংলাদেশের তারকা বলছেন, ‘‘বেঙ্গালুরুতে টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ে ধোনি আমাকে স্টাম্প করেছিল। গত বছরের বিশ্বকাপে আমাকে স্টাম্প করার সুযোগ পেয়েছিল ধোনি। আমি স্লাইড করে ক্রিজে ঢুকে যাই।’’ ফলে ধোনি আর আউট করতে পারেননি তাঁকে।

আরও পড়ুন: হরভজনকে মারতে টিম ইন্ডিয়ার হোটেলে ধাওয়া করেছিলেন শোয়েব!​

ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে বলতে গিয়ে সাবির বলছেন, ‘‘আমি এক বার ধোনিকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার ব্যাটের রহস্য কী? আমরা ছক্কা মারতে নাজেহাল হয়ে যাই। অথচ তুমি মারলেই তা ছক্কা হয়ে যায়। জবাবে ধোনি বলেছিল, পুরোটাই আত্মবিশ্বাস।’’

ভারতের বিরুদ্ধে নামার আগে ধোনির কাছ থেকে ব্যাট চেয়েছিলেন সাবির। ধোনি তাঁকে ব্যাট দিতে রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু শর্ত ছিল একটাই। সাবির বলছেন, ‘‘ধেনি বলেছিল, তোমাকে আমি ব্যাট দিতে পারি। কিন্তু সেই ব্যাট নিয়ে তুমি ভারতের বিরুদ্ধে নামতে পারবে না। অন্য কোনও ম্যাচে তুমি নামতে পারো।’’

অন্য বিষয়গুলি:

MS Dhoni Sabbir Rahman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE