Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
Ronaldinho

পাসপোর্ট জাল করার অভিযোগে প্যারাগুয়েতে আটক রোনাল্ডিনহো

বিতর্ক: প্যারাগুয়েতে পাসপোর্ট পরীক্ষা রোনাল্ডিনহোর। টুইটার

বিতর্ক: প্যারাগুয়েতে পাসপোর্ট পরীক্ষা রোনাল্ডিনহোর। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০৩:৫৭
Share: Save:

ব্রাজিল ফুটবলের কিংবদন্তি রোনাল্ডিনহোকে প্যারাগুয়ের পুলিশ আটক করেছে। অভিযোগ, তিনি জাল পাসপোর্ট ব্যবহার করে সে দেশে ঢোকার চেষ্টা করছিলেন। প্যারাগুয়ের রাজধানীতে একটি হোটেলে বুধবার তল্লাশি চালায় পুলিশ। সেখানেই তাঁর ভাইয়ের সঙ্গে ছিলেন রোনাল্ডিনহো।

প্যারাগুয়ের এক মন্ত্রী ব্রাজিলের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রোনাল্ডিনহো এবং তাঁর ভাইকে গ্রেফতার করা হয়নি। তবে দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেই মন্ত্রী আরও জানিয়েছেন, রোনাল্ডিনহোরা অভিযোগ অস্বীকার করেছেন। তবে তাঁরা তদন্তে সহযোগিতাও করছেন।

তবে রোনাল্ডিনহোর অতীত ইতিহাস বলছে, ২০১৯-এর জুলাইয়ে তাঁর ব্রাজিলীয় এবং স্পেনীয় পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। প্যারাগুয়ের মন্ত্রী জানিয়েছেন, রোনাল্ডিনহোর বক্তব্য আরও ভাল ভাবে শোনা হবে। কাস্টমস কর্তারা তদন্ত করে দেখবেন, তার পর যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে। প্যারাগুয়ের মন্ত্রী আসেভেদো বলেছেন, ‘‘আমি জানি, ফুটবল খেলার সুবাদে রোনাল্ডিনহোর খুব জনপ্রিয়তা রয়েছে। আমি ওঁর জনপ্রিয়তাকে শ্রদ্ধা করি। কিন্তু আইনকেও শ্রদ্ধা করা উচিত। যত বড় নামই হোক না কেন, আইন একই থাকা উচিত।’’ ৩৯ বছরের রোনাল্ডিনহো প্যারাগুয়েতে গিয়েছেন একটি বইয়ের প্রচারে এবং বিশেষ ভাবে সক্ষম শিশুদের নিয়ে একটি কাজে যোগ দিতে। তাঁদের সঙ্গে তৃতীয় এক ব্যক্তি ছিলেন। তাঁকেও আটক করা হয়েছে।

বিশ্বব্যাপী এখনও খুবই জনপ্রিয় রোনাল্ডিনহো। ২০০৪ এবং ২০০৫ সালে তিনি ‘ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার’ হয়েছিলেন। বার্সেলোনায় সেরা সময় কেটেছে তাঁর। ২০০২-এ রোনাল্ডো এবং রিভাল্ডোর সঙ্গে বিশ্বকাপও জিতেছিলেন। তাঁর মোট সঞ্চয় ৮০-১০০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৭৬২-৯৫২ কোটি) বলে অনুমান। মনে করা হয়, ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে কোনও কিছুর প্রচার করতে হলে তিনি ১৫০,০০০ পাউন্ড (প্রায় দেড় কোটি টাকা) নেন।

অন্য বিষয়গুলি:

Ronaldinho Paraguay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy