ভারতীয় ক্রিকেটের পতাকাবাহক রোহিত ও কোহালি। আইসিসি-র কাছ থেকে পেলেন স্বীকৃতি।
গত বছর ওয়ানডে ক্রিকেটে রান মেশিন ছিলেন তিনি। বিশ্বকাপে করেছিলেন পাঁচটি সেঞ্চুরি। একবছরে হাঁকিয়েছিলেন সাত-সাতটি শতরান। সেই রোহিত শর্মাকে আইসিসি ২০১৯ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত করেছে। ২৮টি ম্যাচ থেকে ‘হিটম্যান’-এর সংগ্রহ ১৪০৯ রান।
ভারত অধিনায়ক বিরাট কোহালিকে আইসিসি-র টেস্ট ও ওয়ানডে দলের ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে। তার পাশাপাশি কোহালিকে দেওয়া হয়েছে ‘স্পিরিট অফ ক্রিকেট’ পুরস্কার।
বল বিকৃতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল স্মিথকে। নির্বাসন কাটিয়ে বিশ্বকাপে ফিরেছিলেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন স্মিথকে ‘দুয়ো’ দেন দর্শকরা। দর্শকদের এমন আচরণ দেখে স্থির থাকতে পারেননি ভারত অধিনায়ক। দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ করেন। ক্রিকেট মাঠে কোহালির এই স্পিরিট দেখে আইসিসি বিশেষ সম্মান দিয়েছে বিরাটকে।
5️⃣ #CWC19 centuries
— ICC (@ICC) January 15, 2020
7️⃣ ODI centuries in 2019
Your 2019 ODI Cricketer of the Year is Rohit Sharma.#ICCAwards pic.twitter.com/JYAxBhJcNn
রোহিত-কোহালির পাশাপাশি আর এক ভারতীয়র দুরন্ত পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে দীপক চহার মাত্র সাত রানে ছ’টি উইকেট তুলে নেন। তাঁর ওই আগুনে বোলিংয়ে ম্যাচ জিতেছিল ভারত। চহারের ওই দুরন্ত স্পেলকে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেটে বছরের সেরা পারফরম্যান্সের স্বীকৃতি দিয়েছে।
Who remembers this gesture from Virat Kohli during #CWC19?
— ICC (@ICC) January 15, 2020
The Indian captain is the winner of the 2019 Spirit of Cricket Award 🙌 #ICCAwards pic.twitter.com/Z4rVSH8X7x
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কনকাশন সাব মার্নাস লাবুশানে। অ্যাশেজে জোফ্রা আর্চারের বাউন্সার আছড়ে পড়েছিল স্টিভ স্মিথের হেলমেটে। স্মিথের জায়গায় কনকাশন সাব হিসেবে নেমেছিলেন লাবুশানে। এ হেন লাবুশানে এখন আইসিসি-র টেস্ট র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন। আইসিসি লাবুশানেকে বর্ষসেরা এমার্জিং ক্রিকেটারা হিসেবে বেছে নিয়েছে।
Deepak Chahar's 6/7 against Bangladesh in November are the best figures in the history of men's T20I cricket.
— ICC (@ICC) January 15, 2020
That spell is the T20I Performance of the Year.#ICCAwards pic.twitter.com/QJoXY3OuyQ
গত বছর ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছেন বোন স্টোকস। তাঁকে স্যর গ্যারফিল্ড সোবার্স ট্রফি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন প্যাট কামিন্স।
5️⃣9️⃣ Test wickets in 2019 💪
— ICC (@ICC) January 15, 2020
14 more than any other bowler 👀
Pat Cummins is the 2019 Test Cricketer of the Year 👏 #ICCAwards pic.twitter.com/QDC4LW1oHl
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy