Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Rohit Sharma

করোনা মোকাবিলায় ৮০ লক্ষ টাকা দিলেন হিটম্যান

এ বার সেই সব ফান্ডে ৮০ লক্ষ টাকা দিলেন ভারতের ‘হিটম্যান’ রোহিত শর্মা।

রোহিত শর্মা। ফাইল চিত্র।

রোহিত শর্মা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ১৬:৪৩
Share: Save:

করোনাভাইরাসের প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে লড়াই চলছে বিশ্ব জুড়ে। আমাদের দেশেও কেন্দ্র ও বিভিন্ন রাজ্য রিলিফ ফান্ড খুলেছে। সেই ফান্ডে ইতিমধ্যেই দান করেছেন দেশের বিভিন্ন খেলোয়াড়, অভিনেতা ও শিল্পপতিরা। এ বার সেই সব ফান্ডে ৮০ লক্ষ টাকা দিলেন ভারতের ‘হিটম্যান’ রোহিত শর্মা।

কোভিড-১৯-র মোকাবিলায় টাকা দেওয়ার কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার জানিয়েছেন রোহিত শর্মা। সেখানে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে ৪৫ লক্ষ টাকা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দিয়েছেন ২৫ লক্ষ টাকা। পাঁচ লক্ষ টাকা করেছেন অন্য দু’টি সংস্থাকে। দেশকে ফের নিজের পায়ে দাঁড় করানোর কথাও বলেছেন।

দেখুন সেই টুইট—

সোমবারই প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দান করার জন্য দেশবাসীর কাছে আবেদন করেছিলেন বিরুষ্কা জুটি। ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকা করে দিয়েছিলেন। ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু দিয়েছিলেন ১০ লক্ষ টাকা। সুরেশ রায়না ও গৌতম গম্ভীরও করোনা মোকাবিলায় টাকা দিয়েছেন।

আরও পড়ুন: করোনা যুদ্ধে অর্থ সাহায্য বিরাট-অনুষ্কার

আরও পড়ুন: করোনা যুদ্ধে অর্থ সাহায্য, সুরেশ রায়নার প্রশংসায় প্রধানমন্ত্রী

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Coronavirus Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy