রোহিত শর্মা। ফাইল চিত্র।
করোনাভাইরাসের প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে লড়াই চলছে বিশ্ব জুড়ে। আমাদের দেশেও কেন্দ্র ও বিভিন্ন রাজ্য রিলিফ ফান্ড খুলেছে। সেই ফান্ডে ইতিমধ্যেই দান করেছেন দেশের বিভিন্ন খেলোয়াড়, অভিনেতা ও শিল্পপতিরা। এ বার সেই সব ফান্ডে ৮০ লক্ষ টাকা দিলেন ভারতের ‘হিটম্যান’ রোহিত শর্মা।
কোভিড-১৯-র মোকাবিলায় টাকা দেওয়ার কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার জানিয়েছেন রোহিত শর্মা। সেখানে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে ৪৫ লক্ষ টাকা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দিয়েছেন ২৫ লক্ষ টাকা। পাঁচ লক্ষ টাকা করেছেন অন্য দু’টি সংস্থাকে। দেশকে ফের নিজের পায়ে দাঁড় করানোর কথাও বলেছেন।
দেখুন সেই টুইট—
We need our country back on feet & the onus is on us. I’ve done my bit to donate 45lakhs to #PMCaresFunds, 25lakhs to #CMReliefFund Maharashtra, 5lakhs to @FeedingIndia and 5lakhs to #WelfareOfStrayDogs.Let’s get behind our leaders and support them @narendramodi @CMOMaharashtra
— Rohit Sharma (@ImRo45) March 31, 2020
সোমবারই প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দান করার জন্য দেশবাসীর কাছে আবেদন করেছিলেন বিরুষ্কা জুটি। ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকা করে দিয়েছিলেন। ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু দিয়েছিলেন ১০ লক্ষ টাকা। সুরেশ রায়না ও গৌতম গম্ভীরও করোনা মোকাবিলায় টাকা দিয়েছেন।
আরও পড়ুন: করোনা যুদ্ধে অর্থ সাহায্য বিরাট-অনুষ্কার
আরও পড়ুন: করোনা যুদ্ধে অর্থ সাহায্য, সুরেশ রায়নার প্রশংসায় প্রধানমন্ত্রী
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy