নজরে: প্রায় এক বছর পরে ফের দেখা যাবে ফেডেরারকে। ফাইল চিত্র
আসন্ন অস্ট্রেলীয় ওপেন টেনিস প্রতিযোগিতায় খেলবেন রজার ফেডেরার, সেরিনা উইলিয়ামস-সহ একঝাঁক তারকা। যাঁর মধ্যে রয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জ়োকোভিচ ও অ্যাশলে বার্টিও। বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন, প্রতিযোগিতার ডিরেক্টর ক্রেগ টিলি।
হাঁটু অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে ইতিমধ্যেই দুবাইয়ে অনুশীলন শুরু করেছেন ফেডেরার। তাঁর শেষ প্রতিযোগিতায় নামা ২০২০ অস্ট্রেলীয় ওপেনে। অন্য দিকে, সেরিনা উইলিয়ামসও খেতাব জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির স্পর্শ করতে মুখিয়ে। শেষ বার ২০১৭ সালে গর্ভবতী অবস্থায় অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন তিনি। বিশ্ব জুড়ে করোনা অতিমারির সময়ে তারকা খেলোয়াড়েরা সম্মতি দেওয়ায় উল্লসিত টিলি। তাঁর কথায়, ‘‘সেরিনা যেমন তাঁর অষ্টম খেতাবের জন্য প্রস্তুতি দিচ্ছেন, তেমনই নোভাক ব্যস্ত নবম অস্ট্রেলীয় ওপেন জেতার মহড়ায়। খেলবেন অ্যাশলে বার্টি, রজার ফেডেরারও।’’ এ বারের অস্ট্রেলীয় ওপেন শুরু হবে ৮ ফেব্রুয়ারি। স্টেডিয়ামে অর্ধেক দর্শকের প্রবেশাধিকার থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy