Advertisement
১৯ নভেম্বর ২০২৪

অস্ট্রেলীয় ওপেনে ১৮ করার পরও থামতে মানা ফেডেরারের

অস্ট্রেলীয় ওপেনে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটানোর পরে এ বার নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন রজার ফেডেরার। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন নয়। ফেডেরারের পাখির চোখ তারও পরেরটা। উইম্বলডন। কেন উইম্বলডন?

রাজকীয়: দুবাইয়ে রজার ফেডেরার। জিতেই শুরু করলেন। অস্ট্রেলীয় ওপেনে জিতে অধরা ১৮তম গ্র্যান্ড স্ল্যামের পর এই প্রথম কোর্টে।-গেটি ইমেজেস

রাজকীয়: দুবাইয়ে রজার ফেডেরার। জিতেই শুরু করলেন। অস্ট্রেলীয় ওপেনে জিতে অধরা ১৮তম গ্র্যান্ড স্ল্যামের পর এই প্রথম কোর্টে।-গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০৩:৪২
Share: Save:

অস্ট্রেলীয় ওপেনে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটানোর পরে এ বার নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন রজার ফেডেরার।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন নয়। ফেডেরারের পাখির চোখ তারও পরেরটা। উইম্বলডন। কেন উইম্বলডন? দুবাই ওপেনে খেলতে আসা ফেডেরার ব্যাখ্যা দিয়েছেন, ‘‘আমি জানি, ফরাসি ওপেনে নামার আগে ক্লে কোর্ট মরসুমে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এবং সেই পরিশ্রম আমাকে ফরাসি ওপেনে নামার মতো জায়গায় নিয়ে আসতে পারে। কিন্তু জেতার মতো জায়গায় আনবে কি? কোনও গ্যারান্টি নেই। তাই আমাকে নিজের কাছে নিজেকে প্রশ্ন করতে হবে, ফরাসি ওপেনের জন্য আমি কতটা ঝাঁপাব?’’

এর পরেই ফেডেরার পরিষ্কার করে দিচ্ছেন, তার আসল লক্ষ্যটা কী। ‘‘উইম্বলডন আর যুক্তরাষ্ট্র ওপেনে সুস্থ থাকলে সব সময় আমার চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ আছে। কোর্টগুলো আমার পছন্দের। তবে আমার আসল লক্ষ্য হল উইম্বলডন। আমি জানি, উইম্বলডনই আমার আরও একটা গ্র্যান্ড স্ল্যাম জেতার মঞ্চ হতে পারে। আশা করব, একশো ভাগ সুস্থ অবস্থায় কোর্টে নামতে পারব।’’

মিশন উইম্বলডনের জন্য ফেডেরারের প্রাথমিক নীল নকশাও তৈরি। যেমন, এ বারের ক্লে কোর্ট মরসুম কাটছাঁট করতে চান তিনি। বলছিলেন, ‘‘মায়ামির পরে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমার সেরা সময় আমি তিনটে কী চারটে ক্লে কোর্ট টুর্নামেন্ট খেলতাম। এখন ক’টা খেলব, সেটা ঠিক করা একটু কঠিন হবে বইকী। শরীরটাকেও সুস্থ এবং তাজা হওয়ার সময় দিতে হবে।’’

ফেডেরারের কথায় পরিষ্কার, তাঁর গেমপ্ল্যানটা কী হতে চলেছে। বিশ্রাম নিয়ে তরতাজা থাকো আর উইম্বলডনের জন্য ঝাঁপাও।

তার আগে অবশ্য দুবাই ওপেনে খেলতে এসে মাস দু’য়েক আগের স্মৃতিতে ডুব দিচ্ছিলেন টেনিস কিংবদন্তি। ‘‘অস্ট্রেলিয়ান ওপেন আমি জিতেছি ঠিকই, কিন্তু কৃতিত্বটা প্রাপ্য আমার পুরো টিমের। আমি যে সময়টা ট্রফি জিতছিলাম না, সব কিছু ঠিকঠাক করেও হেরে যাচ্ছিলাম, তখন আমার টিম আমার পাশে ছিল। যে টিমে আমার পরিবার থেকে সাপোর্ট স্টাফ, সবাই আছে,’’ বলছিলেন ফেডেরার।

টেনিস সার্কিটকে বিদায় জানানোর কোনও ইচ্ছা যে তাঁর আপাতত নেই, সেটা ক’দিন আগেই পরিষ্কার করে দিয়েছেন। আরও বছর তিনেক খেলবেন। বলছেন, ভক্তদের ভালবাসা কী ভাবে তাঁকে বার বার কোর্টে টেনে আনে। ‘‘কোর্টে নামার সময় অনুভূতিটা বলে বোঝানো যায় না। এই গর্জন, এই ভালবাসা, এই অনুভূতিটাই আমাকে বার বার টেনে আনে টেনিসে। গত বছর দুবাইয়ে খেলিনি, এ বার এসে বুঝেছি কত মানুষ তাতে হতাশ হয়েছিলেন,’’ বলেছেন ফেডেরার। দুবাইয়ে ওপেনের প্রথম রাউন্ডে জিতেছেন তিনি।

অদূর ভবিয্যতে না হোক, বছর তিনেক বাদে হয়তো র‌্যাকেট তুলে রাখতে হবে তাঁকে। এই অবস্থায় দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মকে কী বলে যাবেন? ‘‘বলব, মনে রেখো তোমরা কিন্তু শুধু নিজেদের জন্য টেনিসটা খেল না। খেল দুনিয়া জুড়ে থাকা টেনিস ভক্তদের জন্যও,’’ বলছেন রাজা রজার।

অন্য বিষয়গুলি:

Roger Federer Australia Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy