পাশাপাশি: মায়ামি ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে আবার প্রশংসায় ভরিয়ে দিলেন রজার ফেডেরার। ছবি: এপি
রজার ফেডেরারের দুর্দান্ত প্রত্যাবর্তন অব্যাহত। দুরন্ত গতিতেই এগিয়ে চলেছে তাঁর জয়রথ।
এবং, সেই রথের সামনে পড়ে রাফায়েল নাদালকে পর্যন্ত অসহায় দেখাতে শুরু করেছে। রবিবার বেশি রাতে ফের নাদালকে হারিয়ে মায়ামি ওপেন জিতলেন নতুন করে নিজেকে ফিরে পাওয়া ফেডেরার। এটা নিয়ে জানুয়ারি থেকে তিনি জিতলেন তিনটি খেতাব। কে বলবে, তাঁর বয়স পেরিয়েছে পঁয়ত্রিশ।
তিনটি খেতাব জয়েই রয়েছে রাফা-বধ। অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে জয়ের পর ইন্ডিয়ান ওয়েলসে সেমিফাইনালে নাদালের বিরুদ্ধে জেতেন ফেডেরার। রবিবার মায়ামি ওপেনের ফাইনালে পরাজিত প্রতিপক্ষের নামও নাদাল। ৬-৩, ৬-৪। জয় এল স্ট্রেট সেটে। ‘‘আমি যখন ফিট থাকি, যখন মেজাজে থাকি, এ রকম টেনিস খেলতে পারি,’’খেতাব জিতে বলে চলেন ফেডেরার, ‘‘যখন সেই মেজাজটা পাই না, কোনও ভাবেই ফাইনালে নাদালের মুখোমুখি হতে পারব না।’’
গত বছরই হাঁটুর চোটের জন্য উদ্বিগ্ন সময় কাটাতে হয়েছিল ফেডেরারকে। অস্ত্রোপচারের পর বছরের দ্বিতীয় অর্ধটা পুরো বাইরে কাটাতে হয়েছিল। অসাধারণ প্রত্যাবর্তনের পর এখন সাবধানী তিনি। সামনের লম্বা মরসুম এবং গ্র্যান্ড স্ল্যামের কথা ভেবে নিজেকে সরিয়ে নিচ্ছেন অনেক গুলো ক্লে কোর্ট টুর্নামেন্ট থেকে। মায়ামিতে জিতেই মাস দু’য়েকের বিশ্রাম নিচ্ছেন তিনি। ‘‘ফিটনেস এবং মেজাজটা ধরে রাখার জন্যই বিশ্রামটা দরকার। তরতাজা হয়ে ফিরতে চাই ফরাসি ওপেন এবং তার পর গ্রাস কোর্ট টুর্নামেন্টগুলোর জন্য।’’ গ্রাস কোর্টের মধ্যে থাকছে তাঁর প্রিয় উইম্বলডন।
‘‘আমি এখন আর ২৪ বছরের সেই তরুণ নই যে, সারাক্ষণ ছুটে বেড়াব,’’ বলে দিচ্ছেন ফেডেরার। জানিয়ে দিয়েছেন, ক্লে কোর্ট টুর্নামেন্টগুলোর মধ্যে একমাত্র ফরাসি ওপেনেই নামবেন। এ বার কি তাহলে ফের নাদালের রাজ করার সময়? কোর্টের মধ্যে দাঁড়িয়ে দেওয়া ইন্টারভিউতে ফেডেরার তো সে রকমই ইঙ্গিত দিয়ে গেলেন। রাফার দিকে তাকিয়ে বলে গেলেন, ‘‘তোমার টিমে সকলে খুব খাটছে। ক্লে কোর্টে খেলা শুরু হচ্ছে, আমি নিশ্চিত এ বার তুমি সবাইকে ছিঁড়ে ফেলবে!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy