আবেগপ্রবণ হয়ে পড়লেন বীরু। ছবি - টুইটার
কবির সুমনের সেই বিখ্যাত গানের কয়েকটা লাইন মনে পড়ে গেল। ‘হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে, হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কী খবর বল? কত দিন দেখা হয়নি।’ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে এসে শুধু তো ভারত নয়, অন্য দেশের অনেক পুরনো বন্ধুদের সঙ্গেও ফের দেখা হল। তাই ফাইনালের শেষে বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন বীরেন্দ্র সহবাগ। সেই আবেগ নেট মাধ্যমেও ফুটে উঠল।
‘ভগবান’ বলে ডাকা সচিন তেন্ডুলকর, ছোটবেলার বন্ধু যুবরাজ সিংহ, সঙ্গে আবার পাঠান ভাই। অনেক স্মৃতি তাঁর মনে ভিড় করে আসছিল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে এসে ফাইনাল জয়, বীরু টুইটে লিখলেন, “গত কয়েকটা সপ্তাহ দারুণ ভাবে কেটে গেল। পুরনো বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা হল। এক সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটালাম। আর শেষে ট্রফি জয়। ঠিক যেন মিষ্টি কেকের উপর কেউ চেরি বসিয়ে দিয়েছে।”
শুধু শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে ফাইনাল জয় নয়, ব্যাট হাতেও পুরনো মারকুটে বীরুকে দেখা গেল। ৭ ম্যাচে করেছেন ২১৪ রান। বাংলাদেশের বিরুদ্ধে করেছেন অপরাজিত ৮০ রান।
Was fun to play the #RoadSafetyWorldSeries2021 and to spend time in the park with friends and winning the tournament was an icing on the cake. Memorable few weeks. #INDLvSLL pic.twitter.com/d4C72QBw0J
— Virender Sehwag (@virendersehwag) March 21, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy