জয়ের পর ভারতীয় লেজেন্ড দল। ছবি: টুইটার থেকে
সচিন তেন্ডুলকর, যুবরাজ সিংহ, ইরফান পাঠানরা ভারতীয় জার্সি পরে নামলে আজও যেন উত্তেজনা কাজ করে সমর্থকদের মধ্যে। বাদ যান না প্রাক্তন ক্রিকেটাররাও। রবিবার বিশ্ব পথ সুরক্ষা সিরিজের ফাইনালে সচিনদের সামনে ছিল সনৎ জয়সূর্যদের শ্রীলঙ্কা লেজেন্ডস দল। সেই দলকে ১৪ রানে হারিয়ে প্রতিযোগিতা জিতে নেন যুবরাজরা। টুইট করে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ও করেন যুবরাজ। সেই টুইটে বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লও শুভেচ্ছা জানান।
সম্প্রতি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লক্ষ্মী। জানিয়েছিলেন খেলাধুলায় বেশি সময় দিতে চান তিনি। সেই লক্ষ্মী টুইট করে লেখেন, ‘শুভেচ্ছা। দারুণ শো দেখলাম’। রবিবার টসে হেরে প্রথম ব্যাট করার জন্য নামে ভারত। বীরেন্দ্র সহবাগ ব্যর্থ হলেও রান পান দলের অধিনায়ক সচিন। ২৩ বলে ৩০ রান করেন তিনি। তবে বুড়ো হারের ভেল্কি দেখান যুবরাজ এবং ইউসুফ পাঠান। যুবরাজ ৪১ বলে ৬০ রান করেন, অন্যদিকে ৩৬ বলে ৬২ করেন ইউসুফ। ভারত করে ১৮১ রান।
বল করতে নেমে ভারতের হয়ে প্রথম ধাক্কাটা দেন ইউসুফই। এই প্রতিযোগিতায় সব চেয়ে বেশি রান করা তিলকরত্নে দিলশানকে ফিরিয়ে দেন তিনি। শ্রীলঙ্কা শেষ হয়ে যায় ১৬৭ রানে। ব্যাটে বলে সফল ইউসুফই ম্যাচের সেরা নির্বাচিত হন। যুবরাজ টুইট করে বলেন, ‘দারুণ খেললে তরুণরা। শুভেচ্ছা ভারতীয় লেজেন্ড দল’।
Congratulations 🤝🏏😊 great show 💐😀 https://t.co/EBmUtKtFln
— Laxmi Ratan Shukla (@Lshukla6) March 22, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy