ভুল শটে আউট হয়ে বিতর্কের মুখে পান্থ। ছবি: ঋষভ পন্থের ফেসবুক পেজ।
দায়িত্বজ্ঞানহীন শটে আউট হওয়ার পরে প্রবল সমালোচিত ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথম বলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন বাঁ হাতি উইকেটকিপার-ব্যাটসম্যান। খাতা না খুলে ফিরতে হয় পন্থকে। তরুণ ক্রিকেটারের আউট হওয়ার ধরন দেখে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, ‘‘পন্থ এই শটটা ভুলে যেতে চাইবে। কিন্তু কোনওদিন ভুলতে পারবে না। আউট হওয়ার ধরন মনে করলে ও বুঝতে পারবে নিজের ক্ষমতাই নষ্ট করছে।’’
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টিতে পন্থ করেন ০,৪ এবং ৬৫। ওয়ানডেতে তাঁর রান ২০ ও ০। তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটে ২৪০ রান করে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়ায়। ডাকওয়ার্থ-লিউয়িস পদ্ধতিতে ভারতের জন্য টার্গেট দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৫ রান।
We will bounce back champ soon. @RishabhPant17 #rishabhpant pic.twitter.com/DMG4RCl5Kl
— Rishabh pant (@Rishabpant_17) August 14, 2019
চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে যান পন্থ। ব্যাট-বলে ঠিকঠাক না হওয়ায় কিমো পলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পন্থ। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কেউ লেখেন, ‘‘একটা উইকেটের মূল্য শেখানো উচিত পন্থকে। উইকেট ছুড়ে দেওয়ার জন্য শাস্তিও দেওয়া দরকার।’’
Rishabh Pant seriously needs to work on his horrible shot selection. Wicket keeping will get better by slowly gaining experience, not everyone is a born-genius. However, India still have to back him for long regardless of his mistakes as he's the best bet right now. #WIvIND
— Ayush (@abasu0819) August 14, 2019
Rishabh Pant comes out to play.
— Aparna 🦋 (@AppeFizzz) August 14, 2019
*After 2 min*
Pant to Ravi Shastri in Pavilion :#INDvWI #WIvIND #WIvsIND pic.twitter.com/0jp5M59b02
#RishabhPant is throwing away the wickets .. what an overrated player. pic.twitter.com/ipRE7qOriz
— 👑 King (@Safricansfirst) August 14, 2019
আর এক ক্রিকেটভক্ত লেখেন, ‘‘ঋষভ পন্থ নিজের উইকেট ছুড়ে দিয়েছে।’’ পন্থ যে সুযোগ নষ্ট করছেন, সেটাও বলেছেন অনেকে।বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনের সময়ে উইকেট ছুড়ে দেন পন্থ। তাঁর আউট হওয়ার ধরন দেখে বিরাট কোহালি উত্তেজিত হয়ে যান। সাজঘর থেকে বেরিয়ে এসে কোচ রবি শাস্ত্রীর কাছে ক্ষোভ জানাতে থাকেন কোহালি। ভুল থেকে শিক্ষা নেননি পন্থ। সেটা ফের দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।
আরও পড়ুন: আগে ছিলেন নাইটদের ক্রিকেটার, এ বার হেড কোচ ম্যাকালাম
আরও পড়ুন: লিভারপুলের সুপার কাপ জয়ে ১৪ বছর আগের ‘অলৌকিক’ ফাইনালের ছায়া
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy