ঋষভ কি নিজের জায়গা পাকা করতে পারবেন? ছবি আইসিসি-র টুইটের সৌজন্যে।
পূর্বসূরিই কি নিজের হাতে ব্যাটন তুলে দিলেন উত্তরসূরিকে? গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের একটা ফ্রেম এমনই জল্পনা আনছে ক্রিকেটমহলে।
রবিবারই একদিনের ক্রিকেটে অভিষেক ঘটল ঋষভ পন্থের। আর ম্যাচ শুরুর আগে তাঁর হাতে নীল রঙের টুপি তুলে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। যা উত্তরসূরি ঋষভকে পূর্বসূরি ধোনির বরণ করে নেওয়ার প্রতীকী মুহূর্ত হিসেবেই দেখছেন ক্রিকেটপ্রেমীরা।
মনে করা হচ্ছে, একদিনের ক্রিকেটে ধোনির পরে ঋষভই হবেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান। পরের বছর ইংল্যান্ডে বিশ্বকাপ। সেখানে অবশ্য ধোনিই সম্ভবত খেলবেন দলের একনম্বর উইকেটকিপার হিসেবে। কিন্তু, এমএসডি খেললেও ঋষভকে তৈরি রাখতে চাইছে দল পরিচালন সমিতি।
আরও পড়ুন: এত কম টাকায় কেন খেলব? সানরাইজার্স ছাড়তে চান ক্ষুব্ধ শিখর ধওয়ন
আরও পড়ুন: কোহালি যদি রোনাল্ডো হয়, আমি তবে মেসি, কে বললেন জানেন?
টেস্টে ঋষভের ব্যাটিং, বড় শট নেওয়ার ক্ষমতা মুগ্ধ করেছে জাতীয় নির্বাচকদের। তাই ওভারের ক্রিকেটে তিনি কেমন করেন, তা নিয়ে আগ্রহও বাড়ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে সেজন্যই পুরোদস্তুর ব্যাটসম্যান হিসেবে খেলছেন ঋষভ।উইকেটরক্ষা করছেন ধোনি। এর আগে দীনেশ কার্তিকও ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন এশিয়া কাপে। কিপিং করেছিলেন ধোনিই। কিন্তু কার্তিক সন্তুষ্ট করতে পারেননি নির্বাচকদের। তাই ঋষভকে আনা হয়েছে একদিনের স্কোয়াডে। এবং খেলানো হচ্ছে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে।
Proud moment for @RishabPant777 as he receives his ODI cap from @msdhoni 👏👏🙌#INDvWI pic.twitter.com/NPb26PJY0B
— BCCI (@BCCI) October 21, 2018
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy