ইংল্যান্ড সফরে ২০ জনের দলে পন্থই প্রধান উইকেটরক্ষক হিসেবে রয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
সামনেই ইংল্যান্ড সফর। তার আগে থাকতে হবে নিভৃতবাসেও। এমন অবস্থায় নিজেকে ফিট রাখাই মুশকিল হয়ে উঠতে পারে ভারতীয় ক্রিকেটারদের জন্য। ঋষভ পন্থ অবশ্য নিজেকে ফিট রাখার অভিনব উপায় বার করলেন। কী সেই উপায়?
টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন পন্থ। সেখানে দেখা যায় বাগানে ঘাস কাটার যন্ত্র ব্যবহার করছেন তিনি। পন্থ লেখেন, ‘নিভৃতবাসে থাকার সময় নিজেকে ফিট রাখার উপায়। সবাই সুস্থ থাকুন’। ইংল্যান্ড সফরের আগে কোনও ভাবেই করোনা আক্রান্ত হওয়া যাবে না। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাঁকে বাদ দিয়েই ইংল্যান্ড রওনা দেবে বাকি দল।
ইংল্যান্ড সফরে ২০ জনের দলে পন্থই প্রধান উইকেটরক্ষক হিসেবে রয়েছেন। ঋদ্ধিমান সাহা সুস্থ হয়ে উঠলে তবেই যাবেন তিনি। ২ জুন বিমানে ওঠার আগে ৮ দিনের জন্য কঠোর নিভৃতবাসে থাকতে হবে পন্থদের। তার আগে নিভৃতবাসে থেকে বাড়তি সতর্কতা নিচ্ছেন ভারতের তরুণ উইকেটরক্ষক।
Ye Dil Mange "Mower"!
— Rishabh Pant (@RishabhPant17) May 11, 2021
Forced quarantine break but happy to be able to stay active while indoors. Please stay safe everyone.#RP17 pic.twitter.com/6DXmI2N1GY
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy