এ যেন ক্লাস ফাইভের ফার্স্ট বয়কে মাধ্যমিকের প্রশ্নপত্র ধরিয়ে দেওয়া। বা স্কুলের দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে উসেইন বোল্টের বিরুদ্ধে নামিয়ে দেওয়া। খেলার মাঠে যে হারজিত দুই-ই আছে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কাগজে কলমে চ্যাম্পিয়ন একটা দল যে এত খারাপ ভাবে হারতে পারে, তা মঙ্গলবার কোহালিদের না দেখলে বোধহয় কেউ বিশ্বাস করত না।
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া যে এক দল নয়, তা মনে রেখেও ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন, এত খারাপ ভাবে কোনও দল হারতে পারে? কী এমন হল যে দুর্দান্ত ক্রিকেটারদের নিয়ে গড়া একটা দল স্রেফ মুখ থুবড়ে পড়ল? অতিরিক্ত আত্মবিশ্বাস? না, দলের প্রায় সবার একসঙ্গে খারাপ খেলা? দেখে নেওয়া যাক ওয়াংখেড়েতে ভারতের লজ্জাজনক হারের কয়েকটি কারণ।