Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Karim Benzema

মেসিদের টপকে দ্বিতীয় স্থানে রিয়াল

শনিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটে টোনির  পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেঞ্জেমা। ৩০ মিনিটে দ্বিতীয় গোলও তিনি করেন টোনির পাস থেকে।

দুরন্ত: প্রথম গোলের পরে করিমের উচ্ছ্বাস। শনিবার।

দুরন্ত: প্রথম গোলের পরে করিমের উচ্ছ্বাস। শনিবার। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ০৫:৩০
Share: Save:

করিম বেঞ্জেমা-টোনি খোস যুগলবন্দিতে সেল্টা ভিগো-কে চূর্ণ করল রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে বার্সেলোনাকে টপকে লা লিগা টেবলে দ্বিতীয় স্থানেও উঠে
এল জ়িদান-বাহিনী।

শনিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটে টোনির পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেঞ্জেমা। ৩০ মিনিটে দ্বিতীয় গোলও তিনি করেন টোনির পাস থেকে। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ১-২ করেন সেল্টা ভিগোর মিনা লোরেন্সো। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে রিয়ালের হয়ে ৩-১ করেন মার্কো আসেন্সিয়ো। দুরন্ত জয়ের ফলে আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে আনল রিয়াল। এই মুহূর্তে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন লুইস সুয়ারেস-রা। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

তবে লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের দ্বৈরথ তাঁর দলের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেবে, মানছেন জ়িনেদিন জ়িদান। একই সঙ্গে বলে দিচ্ছেন, চ্যাম্পিয়ন্স লিগ মহারণের কথা ভেবে লা লিগায় মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে চান না। জ়িদান বলছেন, ‘‘লিভারপুলকে খুব ভাল করেই জানি। ওদের বিরুদ্ধে ভাল কিছু করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু এই ম্যাচটা নিয়ে এখনই আমাদের না ভাবলেও চলবে।’’ লা লিগায় খেতাবের দৌড়ে যে তাঁরা রয়েছেন, সে দিকেই এখন মন রয়েছে জ়িদানের। যোগ করেছেন, ‘‘এ বারের লা লিগা মরসুম খুবই কঠিন। বেশি এগিয়ে ভাবার সুযোগ নেই। এক-একটা দিন, এক-একটা ম্যাচ ধরে পরিকল্পনা তৈরি করতে হচ্ছে। আমরা জানি, লিগের দৌড়ে আমরা এখনও বেঁচে রয়েছি। খেতাবের লক্ষ্যে পরিশ্রম
চালিয়ে যাব।’’

২০১৮-তে ফাইনালে লিভারপুলকে হারিয়েই রিয়াল মাদ্রিদ ইউরোপ সেরা হয়েছিল। লিভারপুলের সঙ্গে ম্যাচের পরেই রয়েছে লা লিগায় বার্সেলোনা ম্যাচ। খেতাবের দৌড়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে এল ক্লাসিকো দ্বৈরথ। জ়িদান আপাতত বেশি উদ্বিগ্ন এডেন অ্যাজ়ারের চোট নিয়ে। তাঁর মন্তব্য, ‘‘আমরা চাই এডেনের চিকিৎসা ঠিকঠাক হোক। ক্লাবের একটাই প্রার্থনা, ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক। আমরা ওর নতুন করে কোনও অস্ত্রোপচার চাই না। ওকে নিয়ে ক্লাবের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। উন্মুখ হয়ে আছি, কবে মাঠে ফিরে আবার এডেন গোল করবে, তা দেখার জন্য।’’চ্যাম্পিয়ন্স লিগের অন্য আর এক কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এতিহাদের ক্লাব ভাল ছন্দে থাকলেও এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন বরুসিয়ার আর্লিং হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচে ২০ গোল করে তিনি চমকে দিয়েছেন। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলাও। তাঁর মন্তব্য, ‘‘হালান্ড বরুসিয়ার ফুটবলার। ও কোথায় খেলবে তা নিয়ে আমার মন্তব্য করা অনুচিত। সিটি ওর জন্য চেষ্টা করছে কি না তাও জানা নেই। আমি শুধু নিজের ক্লাবের ফুটবলারদের
সম্পর্কেই বলতে পারি।’’

অন্য বিষয়গুলি:

real madrid Karim Benzema
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE