Advertisement
১৩ নভেম্বর ২০২৪

বিরাট জয় আরসিবির

পরপর দু’ম্যাচ হারের পর জয়ে ফিরল টিম। চোট সারিয়ে ফিরলেন টিমের এক নম্বর বোলার। টানা অফ ফর্মের পর রান পেলেন অধিনায়ক। সব মিলিয়ে আরসিবি শিবিরে খুশির হাওয়া।

৬২ নট আউট। শুক্রবার আমদাবাদে। ছবি: পিটিআই।

৬২ নট আউট। শুক্রবার আমদাবাদে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৫ ০৩:৩৭
Share: Save:

পরপর দু’ম্যাচ হারের পর জয়ে ফিরল টিম। চোট সারিয়ে ফিরলেন টিমের এক নম্বর বোলার। টানা অফ ফর্মের পর রান পেলেন অধিনায়ক। সব মিলিয়ে আরসিবি শিবিরে খুশির হাওয়া।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে এ দিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ম্যাচের সেরা মিচেল স্টার্কের (৩-২২) নেতৃত্বে আরসিবি বোলিং দাঁড়াতে দেয়নি বিপক্ষের কাউকে। রাজস্থানের ১৩০-৯ তাড়া করতে নেমে ক্রিস গেইলের সঙ্গে ওপেন করেন বিরাট। গেইল (২০) তাড়াতাড়ি ফিরলেও এবি ডে’ভিলিয়ার্সের (৪৭ নট আউট) সঙ্গে ক্রিজে থেকে জয় নিশ্চিত করেন তিনি। ৪৬ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে ছিল একটা বাউন্ডারি আর তিনটে ছয়। ১৬.১ ওভারেই ১৩৪-১ তুলে দেয় আরসিবি। ‘‘আজ ঠিক এ রকম পারফরম্যান্স চেয়েছিলাম। এই জয়টাই আমাদের ছন্দে ফিরিয়ে দেবে। বাকি টিমকে কিছু করতে বলার আগে আমার নিজেকে টেনে তোলার বেশি দরকার ছিল। এবি যাতে প্রচুর বল খেলার সুযোগ পায়, তাই ওকে তিনে নামানো হল আর আমি ওপেন করলাম,’’ ম্যাচের পর বলেন উচ্ছ্বসিত বিরাট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE