রবিচন্দ্রন অশ্বিন ফাইল চিত্র
কোভিডের দ্বিতীয় ঢেউতে বেসামাল গোটা দেশ। দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত রবিচন্দ্রন অশ্বিন। আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য এন ৯৫ মাস্ক কিনে বিতরণ করার কথা ঘোষণা করলেন অশ্বিন।
নেটমাধ্যমে বারবার সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন তিনি। শুক্রবার আবারও টুইটারে ভারতের অফ স্পিনার লেখেন, ‘আমার অনুরোধ সকলে কোভিডের টিকা নিন। নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন এবং একসঙ্গে দুটো মাস্ক ব্যবহার করুন। তবে কাপড়ের মাস্ক নয়। এই রোগের বিরুদ্ধে লড়াই করতে হলে টিকা নিতেই হবে’।
এই টুইটের জবাবে একজন লেখেন, ‘এন ৯৫ মাস্ক অনেক দামী’। তার উত্তরে ভারতের অফস্পিনার লেখেন, ‘এই মাস্ক ধুয়ে আবার ব্যবহার করা যায়। তবে যাঁরা পয়সার অভাবে কিনতে পারছেন না তাঁদের আমি এই মাস্ক পৌঁছে দেব। তবে আমাকে জানাবেন কীভাবে আপনার কাছে এই মাস্ক পৌঁছে দেওয়া সম্ভব’।
আরও একজন লেখেন, ‘দ্বিতীয় ডোজের টিকা পাওয়া যাচ্ছে না।’ তার উত্তরে অশ্বিন লেখেন, ‘আমাদের দেশে প্রচুর মানুষ বসবাস করেন। তাই আপনাকে একটু অপেক্ষা করতেই হবে। ততদিন নিজের খেয়াল রাখুন আর নিরাপদে থাকুন’।
I urge everyone going to get their vaccine shot to keep a safe distance from one another and double mask. ( no cloth masks pls) . The very point of getting a vaccine is to fight this deadly virus, let’s not make that hopeful idea into a cluster. #COVID19India
— MASK UP INDIA ( NO CLOTH MASKS PLS)🙏🙏 (@ashwinravi99) May 7, 2021
My due date for second dose is on 21st May but no vaccination center available.. Real india 🙏 pic.twitter.com/BG62vHUjXH
— shivajichatrapathi (@shivaji146) May 7, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy