ইউএস ওপেন জিতে রাফায়েল নাদাল। ছবি: সংগৃহীত।
কেরিয়ারের ১৬তম গ্র্যান্ডস্ল্যাম জিতে খুশির জোয়ারে ভেসে চলেছেন রাফায়েল নাদাল। রবিবার রাতে তৃতীয় ইউএস ওপেন জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকান প্রতিপক্ষ কেভিন অ্যান্ডারসনের মুখোমুখি হয়েছিলেন স্প্যানিস এই কিংবদন্তি। অসম লড়াইয়ে প্রোটিয়া খেলোয়াড়কে স্ট্রেট সেটে উড়িয়ে দেন তিনি।
আরও পড়ুন: ফের এক বার রাফা-রাজ দেখল টেনিস বিশ্ব
আরও পড়ুন: ‘আমি উন্মাদ নই, কেন পাল্টাব এই আগ্রাসন’
এর পর শুভেচ্ছার জোয়ারে ভেসে চলেছেন ৩০ বছর বয়সী এই স্পেনিয়াড। রাফাকে শুভেচ্ছা জানান টেনিস সার্কিটের রথীমহারথীরা। নাদাল নিজেও খুশি চলতি মরসুমে দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতে। গ্র্যান্ডস্ল্যাম জিতে সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও টুইট করেন রাফায়েল। গোটা টুর্নামেন্টে তাঁকে সমর্থন করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান বিশ্বে এক নম্বর এই টেনিস তারকা। তিনি আরও বলেন “এই দিনটা আমার কাছে খুবই স্মরনীয়। ইউএস ওপেনের ট্রফি জিততে পেরে খুবই ভাল লাগছে।”
Vamossssssss thanks and celebration time #usopen 17 pic.twitter.com/O0k0lhHtvT
— Rafa Nadal (@RafaelNadal) September 11, 2017
এর পর শুভেচ্ছার জোয়ারে ভেসে চলেছেন ৩০ বছর বয়সী এই স্পেনিয়াড। রাফাকে শুভেচ্ছা জানান টেনিস সার্কিটের রথীমহারথীরা। নাদাল নিজেও খুশি চলতি মরসুমে দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতে। গ্র্যান্ডস্ল্যাম জিতে সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও টুইট করেন রাফায়েল। গোটা টুর্নামেন্টে তাঁকে সমর্থন করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান বিশ্বে এক নম্বর এই টেনিস তারকা। তিনি আরও বলেন “এই দিনটা আমার কাছে খুবই স্মরনীয়। ইউএস ওপেনের ট্রফি জিততে পেরে খুবই ভাল লাগছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy