ব্রিসবেনের ল্যাবরেটরিতে বায়ো মেকানিক্স পরীক্ষায় উতরে গিয়েছেন দু’জন এক সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে তাসকিন আহমেদ এবং আরাফাত সানির। গত ২৩ সেপ্টেম্বর এই সুসংবাদ পেয়েছেন এই দুই বাংলাদেশি বোলার। তবে ন’সপ্তাহ আগে সুসংবাদ পেয়ে মুক্ত পেস বোলার তাসকিন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ফেরার অপেক্ষায় দিন গুনতে হচ্ছে বাঁ হাতি স্পিনার আরাফাত সানিকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০তে খুলনা টাইটান্সের বিপক্ষে ০ রানে ৩ উইকেট নিয়ে টোয়েন্টি২০তে বিশ্বরেকর্ড করে নির্বাচকদের নজরে পড়েছেন যখন, তখনই ধাক্কা খেতে হল রংপুর রাইডার্সের এই বাঁ হাতি স্পিনারকে। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে বিশ্বরেকর্ড করেও বাঁ হাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন।
গত ২৮ নভেম্বর রাজশাহি কিংসের বিপক্ষে ১৯তম ওভারের প্রথম বলটির অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ২ আম্পায়ার গাজি সোহেল এবং রশিদ রিয়াজ। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে ওই ডেলিভারির সময়ে অ্যাকশনটির বৈধতা নিয়ে রিপোর্টও করেছেন। গত ২৬ নভেম্বর রাজশাহি কিংসের বিপক্ষে খুলনা টাইটান্সের ক্যারিবিয়ান পেস বোলার কেভন কুপারের বোলিং অ্যাকশন নিয়ে দুই আম্পায়ার মাহাফুজুর রহমান এবং রশিদ রিয়াজের প্রশ্ন তোলার দু’দিন পর আরাফত সানির বোলিং অ্যাকশন নিয়ে উঠল প্রশ্ন। আরাফত সানির বোলিং অ্যাকশন নিয়ে দুই আম্পায়ারের রিপোর্টের সত্যতা স্বীকার করেছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এবং বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির আহ্বায়ক জালাল ইউনুস।
তবে আম্পায়ারের রিপোর্টে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও রাজশাহির কেভন কুপার কিংবা রংপুর রাইডার্সের আরাফত সানি আসরটিতে নিষিদ্ধ হচ্ছেন না। এমনটাই জানিয়েছেন জালাল ইউনুস, ‘‘এ বার যেহেতু নির্দিষ্ট কোনও আইন ও পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়নি তাই কেভন কুপার ও আরাফত সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা প্রশ্ন তুললে আমরা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে পারছি না। কারণ আমাদের কাছে পর্যাপ্ত ভিডিও ফুটেজ ও বিভিন্ন অ্যাঙ্গেলে বোলিং অ্যাকশন পরখ করার প্রয়োজনীয় উপকরণ নেই।’’ ইতিমধ্যে কেভন কুপারের ভিডিও ফুটেজ পাঠিয়ে দিয়েছে বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। যদিও বাকি ম্যাচগুলোতে খেলতে পারবে সে।’
তবে বিপিএলের পরবর্তী আসরে কারও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে তাঁর বোলিং ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে পরবর্তীতে বোলিংয়ের অনুমতি দেওয়া হবে। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন জালাল ইউনুস, ‘‘এর পর থেকে আমরা বোলিং অ্যাকশনের ব্যাপারে আরও কঠোর হব। কারও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হবে। আর সেই সব বোলারদের নিষিদ্ধ ঘোষণা করা হবে।’’
আরও খবর
শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাব্বির, আল আমিনকে রেকর্ড অর্থদণ্ড
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy