Advertisement
০৬ নভেম্বর ২০২৪
PV Sindhu

PV Sindhu: সোনা জিততে পারতাম, এশিয়া চ্যাম্পিয়নশিপের সেমিতে হারের দায় কার উপর চাপালেন সিন্ধু

প্রথম সেট ২১-১৩ ব্যবধানে জেতার পরে দ্বিতীয় সেটে ১৪-১১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় সিন্ধুর বিরুদ্ধে পেনাল্টিতে একটি পয়েন্ট দেন আম্পায়ার। তাঁর যুক্তি ছিল, সার্ভিস করার সময় অনেক বেশি সময় নষ্ট করছেন সিন্ধু। আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে রাজি নন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ সিন্ধু

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ সিন্ধু ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২২ ১৯:০৩
Share: Save:

এশিয়া চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পিভি সিন্ধুকে। প্রথম সেট জেতার পরেও ম্যাচ হারায় ক্ষুব্ধ বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা। তবে ম্যাচে হারের জন্য আম্পায়ারদের উপর দায় চাপিয়েছেন তিনি। তাঁর মতে, দ্বিতীয় সেটে অবৈধ ভাবে ইয়ামাগুচিকে পেনাল্টিতে একটি পয়েন্ট দেন আম্পায়ার। তার ফলেই ম্যাচ হারতে হয়েছে তাঁকে।
প্রথম সেট ২১-১৩ ব্যবধানে জেতার পরে দ্বিতীয় সেটে ১৪-১১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় সিন্ধুর বিরুদ্ধে পেনাল্টিতে একটি পয়েন্ট দেন আম্পায়ার। তাঁর যুক্তি ছিল, সার্ভিস করার সময় অনেক বেশি সময় নষ্ট করছেন সিন্ধু। আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে রাজি নন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।

ম্যাচের পরে সিন্ধু বলেন, ‘‘আম্পায়ার বলেন আমি অনেক সময় নিচ্ছি। কিন্তু ইয়ামাগুচিও তখন তৈরি ছিল না। হঠাৎ করে আম্পায়ার ওকে পয়েন্ট দিয়ে দেন। তখন আমি ১৪-১১ পয়েন্টে এগিয়ে ছিলাম। সেটা ১৫-১১ হতে পারত। কিন্তু ১৪-১২ হয়ে যায়। তার পরে ও টানা পয়েন্ট পায়। সেখানেই খেলা ঘুরে যায়। আমি ম্যাচ জিতে ফাইনালে উঠতে পারতাম। সোনাও পেতে পারতাম।’’

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধান রেফারির কাছে আবেদনও করেন সিন্ধু। তাতেও কিছু হয়নি বলে জানিয়েছেন তিনি। সিন্ধু বলেন, ‘‘আমি প্রধান রেফারিকে বলি। উনি বলেন যা হওয়ার হয়ে গিয়েছে। উনি অন্তত রিপ্লে দেখে কোনও সিদ্ধান্ত নিতে পারতেন। তা হলে হয়তো বিষয়টা অন্য রকম হত।’’

অন্য বিষয়গুলি:

PV Sindhu badminton Akane Yamaguchi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE