ডাবল সেঞ্চুরির পর চেতেশ্বর পূজারা। ছবি: রয়টার্স।
ব্যাট হাতে ভারতকে ভরসা তো দিলেনই সঙ্গে নিজের নামের পাশে লিখে নিলেন রেকর্ডও। এক ইনিংসের সব থেকে বেশি বল খেলার রেকর্ড ভারতীয়দের মধ্যে এখন চেতেশ্বর পূজারার হাতেই। ডবল সেঞ্চুরি করে ভারতকে ভরসা দেওয়া এই ব্যাটসম্যান ২০২ রানের দুরন্ত ইনিংস খেললেন ৫২৫ বলে। এটাই এক ইনিংসে কোনও ভারতীয়ের সব থেকে বেশি বল খেলার রেকর্ড। এর আগে এই তালিকায় ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি ২৭০ রান করেছিলেন ৪৯৫ বলে পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে। তার আগে ছিলেন নবজ্যোত সিংহ সিঁধু। তিনি ২০১ রান করেছিলেন ৪৯১ বলে। রবি শাস্ত্রী ২০১ রান করেছিলেন ৪৭৭ বলে। সুনীল গাওস্কর ৭১২ রান করেছিলেন ৪৭২ বলে। আবারও রাহুল দ্রাবিড় ২১৭ রান করেছিলেন ৪৬৮ বলে। ভিভিএস লক্ষ্মণ ২৮১ রান করেছিলেন ৪৫২ বলে। এই তালিকায় এখন শীর্ষে চেতেশ্বর পূজারা।
আরও খবর: পূজারার ডাবল, ঋদ্ধির সেঞ্চুরির পর জয়ের স্বপ্ন দেখাচ্ছে জাডেজার বল
এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করলেন পূজারা। ৫০ রান করেছিলেন ১৫৫ বলে। সেঞ্চুরি করেন ২১৪ বলে। ডবল সেঞ্চুরিটি আসে ৫২৫ বলে। সপ্তম উইকেটে ঋদ্ধিমানের সঙ্গে ১৯৯ রানের পার্টনারশিপও এসেছে। পূজারা ১৯তম ভারতীয় ক্রিকেটার যিনি ৪০০র উপর বল খেললেন। এই টেস্ট সিরিজে তিনিই প্রথম ভারতীয় যাঁর ব্যাট থেকে এল শতরান। এক মরসুমে সাতটি ফার্স্টক্লাস সেঞ্চুরি করে ছুঁয়ে ফেললেন সুনীল গাওস্কর ও পটৌডিকে। এই তালিকার শীর্ষে অবশ্য আটটি সেঞ্চুরি নিয়ে এখনও রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। মরসুমে মুরলী বিজয়ের সঙ্গে জুটি বেঁধে ছ’বার একশোরানের পার্টনারশিপ পেড়ল। দু’জনের মোট রান ৯৫৪। ছাপিয়ে গেলেন সুনীল গাওস্কর-চেতন চৌহানের ৯১৯ রানের পার্টনারশিপকে। ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম যাঁর ব্যাট থেকে চারটি নতুন ভেন্যুতে সেঞ্চুরি এল। ইনদওর, রাজকোট, বিশাখাপত্তনম ও রাঁচীতে সেঞ্চুরি পেলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy