ত্রাতা: রবিবার গোলের পরে দু’হাত মেলে দিয়ে উল্লাস নেমারের। এএফপি
সোমবার ইনস্টাগ্রামে নিজের উল্লাসের ছবি পোস্ট করে তিনি টুইট করেছেন, ‘‘ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।’’
ঘটনা হল, রবিবার ফরাসি লিগ ওয়ানে প্যারিস সাঁ জারমাঁর রক্ষাকর্তা হয়ে আবির্ভূত হলেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে তাঁর গোল এনে দিল কাঙ্ক্ষিত জয়। তার চেয়েও বড় ব্যাপার, ব্রাজিলীয় তারকার দুর্দান্ত গোলের পরে নিমেষে পাল্টে গিয়েছে শিবিরের চেহারাও। ম্যানেজার থোমাস তুহেলের কথায়, ‘‘আমি কিন্তু শুরু থেকে বলে এসেছি, এই ক্লাবের প্রতি নেমার একশো শতাংশ দায়বদ্ধ। ওকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। নেমার দলের সেরা রত্ন।’’
রবিবারের ম্যাচের পরিসংখ্যান বলছে, লিয়ঁ-র গোল লক্ষ্য করে ২১টি শট নিয়েছেন পিএসজি ফুটবলাররা। কিন্তু তা কাজে আসেনি। উদ্বেগ কাটল ৮৭ মিনিটে। মাঝমাঠ থেকে বল ধরে ভয়ঙ্কর গতিতে চার ডিফেন্ডারকে পিছনে ফেলে ডান পায়ের হাল্কা টোকায় নেমার বল জালে জড়িয়ে দেন। চলতি মরসুমে এই নিয়ে দ্বিতীয় গোল তাঁর। আর সবমিলিয়ে পিএসজি-র জার্সিতে ৬০ নম্বর ম্যাচ খেলতে নেমে ৫৩ নম্বর গোল। কিন্তু তার পরেও ব্রাজিলীয় তারকার নির্লিপ্ত হাবভাব দেখে অনেকেই বিস্ময়প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করছেন, পিএসজি কর্তাদের আচরণ এখনও মন থেকে মেনে নিতে পারেননি তিনি। তাই নিজেকে নির্বিকার রাখতে চাইছেন।
ম্যাচের শেষে তারই ইঙ্গিত ধরা পড়েছে নেমারের মন্তব্যে। তিনি বলেছেন, ‘‘লিয়ঁ তো বরাবর আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছে। ওরা প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলতে পছন্দ করে। পাশাপাশি রক্ষণও বেশ জমাট। এমন একটা কঠিন ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করা অবশ্যই আনন্দের।’’ আর টানা দু’ম্যাচে তাঁর দুই গুরুত্বপূর্ণ গোল? নেমারের জবাব, ‘‘যে কোনও গোলই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমিও ব্যতিক্রমী নই। চেষ্টা করব, বাকি সমস্ত ম্যাচে গোল করার এই ধারাকে বজায় রাখার।’’ যোগ করেছেন, ‘‘সত্যি বলতে, আমার কাছে ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে দলীয় সাফল্য অনেক বেশি অর্থ বহন করে থাকে। তাই আমি বলব, পিএসজি দল হিসেবে নিজেদের ফুটবলের মান ক্রমশ উন্নত করে চলেছে।’’
স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, শনিবার লা লিগায় গ্রানাদার মতো দলের বিরুদ্ধে বিশ্রী হারের পরে ড্রেসিংরুমে ফিরে ক্ষোভে ফেটে পড়েন লিয়োনেল মেসি। তিনি নাকি বার্সা কর্তাদের এ-ও জানিয়ে দেন, নতুন বছরে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো থেকে যে কোনও মূল্যে নেমারকে ফিরিয়ে আনতে হবে ক্যাম্প ন্যু-তে। যা নিয়ে সোমবার স্পেনের কয়েকটি সংবাদপত্রে এমনও প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, ম্যানেজার আর্নেস্তো ভালভার্দের প্রতিও আর আস্থা রাখতে পারছেন না তিনি।
রবিবার জয়ের পরে পিএসজি ম্যানেজারের দিকে উড়ে আসে তেমনই এক প্রশ্ন। চলতি মরসুমের পুরো সময়েই কি নেমারকে দেখা যেতে পারে এই ক্লাবের জার্সিতে? তুহেল বলেছেন, ‘‘নেমারের সঙ্গে যাঁরা ঘনিষ্ঠ ভাবে মিশেছেন তাঁরা প্রত্যেকেই এটা মেনে নিয়েছেন, ওর মতো আমুদে প্রকৃতির ছেলে খুব কমই রয়েছে। নেমার বরাবর প্রাধান্য দিয়ে এসেছে দলকে।’’ সেখানেই না থেমে আঙ্খেল দি মারিয়াদের ম্যানেজার যোগ করেছেন, ‘‘অনুশীলনে ও যে ভাবে মজার গল্প বলে, সেটা না শুনলে আমিও এখন কেমন যেন অপূর্ণতা অনুভব করি। ওকে নিজের মতো থাকতে দিন। তা হলে পিএসজি অবশ্যই পৌঁছবে অভীষ্ট লক্ষ্যে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy