Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Prithvi Shaw

ফের ফর্মে থাকার প্রমাণ দিলেন পৃথ্বী-সঞ্জু, নিউজিল্যান্ড এ-কে গুঁড়িয়ে দিল ভারত এ

সদ্য ভারতের একদিনের স্কোয়াডে শিখর ধওয়নের পরিবর্ত হিসেবে এসেছেন পৃথ্বী। নিউজিল্যান্ডে বিরাট কোহালির দলে যোগ দেওয়ার খবর এসে পৌঁছনোর পর আরও একবার ফর্মে থাকার প্রমাণ দিলেন তিনি। রান পেলেন টি-টোয়েন্টি দলে আসা সঞ্জু স্যামসনও।

পৃথ্বী ও সঞ্জুর ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

পৃথ্বী ও সঞ্জুর ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

সংবাদ সংস্থা
লিঙ্কন শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১১:১৬
Share: Save:

ফের দুরন্ত পৃথ্বী শ এবং সঞ্জু স্যামসন। প্রধানত তাঁদের দাপটেই নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি একদিনের ম্যাচে পাঁচ উইকেটে জিতল ভারত এ দল। জয় এল ১২৩ বল বাকি থাকতে।

সদ্য ভারতের একদিনের স্কোয়াডে শিখর ধওয়নের পরিবর্ত হিসেবে এসেছেন পৃথ্বী। নিউজিল্যান্ডে বিরাট কোহালির দলে যোগ দেওয়ার খবর এসে পৌঁছনোর পর আরও একবার ফর্মে থাকার প্রমাণ দিলেন তিনি। ২৩১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ বলে করলেন ৪৮। ডানহাতি ওপেনার মারলেন পাঁচটি চার ও তিনটি ছয়। এর আগে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ম্যাচে তিনি ১০০ বলে ১৫০ রান করেছিলেন।

নিউজিল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দলে শিখর ধওয়নের পরিবর্তে এসেছেন সঞ্জু স্যামসন। তিনিও রান পেলেন বুধবার। চার নম্বরে ২১ বলে করলেন ৩৯। নিউজিল্যান্ড সফরের দলে তাঁর বাদ পড়া নিয়ে হইচই হয়েছিল নানা মহলে। সোশ্যাল মিডিয়াতেও হয়েছিল প্রতিবাদ। সুযোগ পাওয়ার খবরকে মর্যাদা দিতেই যেন আক্রমণাত্মক মেজাজে ব্যাট করলেন তিনি।

আরও পড়ুন: দলে জায়গা পেতে কি আমায় ভারতে গিয়ে পারফর্ম করতে হবে, নির্বাচকদের তোপ পাক ক্রিকেটারের​

আরও পড়ুন: ছিটকেই গেলেন ধওয়ন, দলে পৃথ্বী​

পাঁচে নেমে রান পেলেন সূর্যকুমার যাদব। মাত্র ১৯ বলে করলেন ৩৫। ময়াঙ্ক আগরওয়াল (২৯), বিজয় শঙ্কর (অপরাজিত ২০), ক্রুণাল পাণ্ড্য (অপরাজিত ১৫)— প্রত্যেকেই করলেন রান। যার ফলে ২৯.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত (২৩১-৫)।

তার আগে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড এ দলের ইনিংস ৪৮.৩ ওভারে ২৩০ রানে শেষ হয়। মহম্মদ সিরাজ (৩-৩৩), অক্ষর পটেল (২-৩১), খলিল আহমেদ (২-৪৬) নজর কাড়েন বল হাতে। ভারত এ দল এখন তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ক্রাইস্টচার্চে যথাক্রমে শুক্রবার ও রবিবার।

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Prithvi Shaw Sanju Samson India A India Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy