ভারতের টেস্ট দলে সুযোগ পাবেন পৃথ্বী? ছবি টুইটার থেকে নেওয়া।
দ্রুতই নিউজিল্যান্ডে ভারত এ দলের স্কোয়াডে যোগ দিতে চলেছেন পৃথ্বী শ। রঞ্জি ট্রফিতে পাওয়া কাঁধের চোট সেরে গিয়েছে তাঁর। ফলে, বাইশ গজে ফিরতে আর কোনও সমস্যা নেই।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছিল পৃথ্বীর রিহ্যাব। মুম্বইয়ের তরুণ ওপেনারকে সেখান থেকেই ফিট বলে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পৃথ্বী এক ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, তিনি নেটে ব্যাট করে চলছেন। বোর্ড সূত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার বা শুক্রবার নিউজিল্যান্ডের উদ্দেশে উড়ে যাবেন তিনি। সেখানে যোগ দেবেন দলের সঙ্গে।
২০ বছর বয়সির ফিট হয়ে যাওয়া নিউজিল্যান্ড সফরের জন্য টেস্ট দল বেছে নেওয়ার সময় জাতীয় নির্বাচকদের সমস্যা বাড়াবে। কিউয়িদের দেশে দুটো টেস্ট খেলবে ভারত। সেখানে ওপেনার হিসেবে রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়ালের থাকা নিশ্চিত। প্রশ্ন হচ্ছে, দলের তিন নম্বর ওপেনার কে হবেন? শোনা যাচ্ছে, তৃতীয় ওপেনারের লড়াইয়ে শুভমন গিলের সঙ্গে উঠে আসতে পারেন পৃথ্বী। আবার লোকেশ রাহুলের নামও শোনা যাচ্ছে। কারণ, রানে রয়েছেন তিনি।
বোর্ড সূত্রে বলা হয়েছে, পৃথ্বী কখনই পারফরম্যান্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েননি। রান না পাওয়ার তিনি জায়গা পাননি টেস্ট দলে, এমন হয়নি কখনও। তিনি চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে। তার পর ডোপিংয়ের কারণে নির্বাসনে ছিলেন। এর পর রঞ্জিতে নেমে ফের চোট পান। যা সারিয়ে উঠেছেন এখন। ফলে, শুভমন গিলের চেয়ে টেস্ট দলে ওপেনার হিসেবে এগিয়ে আছেন। এখনও পর্যন্ত দুটো টেস্টে ২৩৭ রান করেছেন তিনি। যার মধ্যে অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরিও রয়েছে।
My favourite sound. The sound when the ball hits the middle of my bat. Superb net sessions going on. pic.twitter.com/Iw8bUJXE4N
— Prithvi Shaw (@PrithviShaw) January 14, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy