সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিলেন বর্ষীয়ান লেগস্পিনার পীযূষ চাওলা। ভারতের হয়ে তিন টেস্ট, ২৫ ওয়ানডে ও সাত টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিকতা দেখিয়েছিলেন। ইনস্টাগ্রাম লাইভ সেশনে তাঁর তৈরি দল জন্ম দিয়েছে বিতর্কের। কারণ, সুনীল গাওস্কর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, অনিল কুম্বলের মতো তারকাদের জায়গা হয়নি চাওলার দলে। এই দল বেছে ট্রোলড হয়েছেন প্রাক্তন লেগস্পিনার। কেমন সেই দল? দেখে নিন।