Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sports

ঋদ্ধিমানের চোট, ৮ বছর পর ফিরছেন পার্থিব পটেল

মাত্র ১৭ বছর বয়সে সেই ২০০২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল গুজরাতের আক্রমণাত্মক এক বাঁহাতি উইকেটরক্ষকের। ধোনি এবং পরবর্তীকালে ঋদ্ধিমানের বিরাট ছায়ায় পাঁচ দিনের ফর্ম্যাট থেকে হারিয়ে যায় সে দিনের সেই প্রতিভাবান কিশোর।

ঋদ্ধির পরিবর্ত পার্থিব।

ঋদ্ধির পরিবর্ত পার্থিব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ১০:৩২
Share: Save:

মাত্র ১৭ বছর বয়সে সেই ২০০২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল গুজরাতের আক্রমণাত্মক এক বাঁহাতি উইকেটরক্ষকের। ধোনি এবং পরবর্তীকালে ঋদ্ধিমানের বিরাট ছায়ায় পাঁচ দিনের ফর্ম্যাট থেকে হারিয়ে যায় সে দিনের সেই প্রতিভাবান কিশোর। প্রায় ৮ বছর পর ফের জাতীয় দলের দরজা খুলল পার্থিব পটেলের জন্য। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে আহত ঋদ্ধিমানের বদলে উইকেটের পিছনে থাকবেন তিনি।

২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন পার্থিব। জাতীয় দলের হয়ে শেষ ওয়ান ডেও খেলেছিলেন বছর চারেক আগে, শ্রীলঙ্কারই বিরুদ্ধে। বিসিসিআইয়ের তরফে এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে, “ঋদ্ধিমান সাহা আহত। ওঁর বাঁ পায়ের থাই মাসলে চোট রয়েছে। কোনও রকম ঝুঁকি না নিয়ে কয়েক দিন বিশ্রাম নিতে নির্দেশ দেোয়া হয়েছে তাঁকে। পরিবর্ত হিসাবে মোহালি টেস্টে পার্থিব পটেলকে ডাকা হয়েছে।”

২০ টেস্টে ৬৮৩ রান করেছেন গুজরাতের এই বাঁহাতি ব্যাটসম্যান। গড় প্রায় ৩০। রঞ্জিতেও বেশ ভাল ফর্মে আছেন তিনি। শেষ ছ’টি ইনিংসে অপরাজিত ১৩৯ সহ পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।

আরও পড়ুন:
শেষ তিন টেস্টে বাদ গম্ভীর, দলে ভুবনেশ্বর

অন্য বিষয়গুলি:

Parthiv Patel Wriddhiman Saha Mohali Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE