বিরাট কোহলী টুইটার
দ্বিতীয় সারির ইংল্যান্ড দলের বিরুদ্ধে একদিনের সিরিজে হারতে হলেও আইসিসি র্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রাখলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুই নম্বরেই থাকলেন বিরাট কোহলী। বাবর ভারত অধিনায়কের থেকে ১৬ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতে হলেও তৃতীয় একদিনের ম্যাচে ১৫৮ রানের দারুণ ইনিংস খেলেন বাবর। আর তার জেরেই আট রেটিং পয়েন্ট পেয়ে যান। ৮৭৩ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
৮৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন বিরাট। তিন নম্বরে আছেন রোহিত শর্মা। ৮২৫ পয়েন্ট নিয়ে।
Fabian Allen breaks into the top 10 of the @MRFWorldwide ICC T20I Player Rankings for bowling 📈
— ICC (@ICC) July 14, 2021
He has jumped up 16 spots!
Full rankings ➡️ https://t.co/H7CnAiw0YT pic.twitter.com/DxgQzoUs1Z
বোলারদের মধ্যে ষষ্ঠ স্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা। শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ৭৩৭ পয়েন্ট পেয়েছেন তিনি। বুমরা পেয়েছেন ৬৯০ পয়েন্ট।
অলরাউন্ডারদের তালিকায় ৩৮৭পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন শাকিব আল হাসান। ২৪৫ পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছেন রবীন্দ্র জাডেজা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy