এশিয়া কাপে ভারতকে খেলাতে তৎপর রামিজ রাজা গ্রাফিক: সৌভিক দেবনাথ
২০২৩ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে যে জায়গায় রয়েছে, তাতে এই প্রতিযোগিতায় অংশ নাও নিতে পারে ভারত। সেই কথা মাথায় রেখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছে রামিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিসিসিআই সভাপতি সৌরভ ও সচিব জয় শাহের সঙ্গে কথা বলছেন রামিজ।
পাক বোর্ডের কর্তা বলেন, ‘‘আমি সৌরভ, জয়ের সঙ্গে কথা বলেছি। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছি। ব্যক্তিগত ভাবে মনে করি, খেলার সঙ্গে রাজনীতির সম্পর্ক না থাকাই ভাল।’’
তবে দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক ঠিক করা খুব সহজ হবে না। এটা ভাল ভাবেই জানেন পাক বোর্ডের কর্তা। তিনি বলেন, ‘‘লক্ষ্যে পৌঁছতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতা করার জন্য অনেক সময় লাগবে।’’
PCB Chairman Ramiz Raja reflects on his recent @ACCMedia1 meeting
— Pakistan Cricket (@TheRealPCB) October 18, 2021
More details: https://t.co/Ziev1apZ97 pic.twitter.com/ZR5K1Y9Rbe
২০২৩ সালের এশিয়া কাপ ৫০ ওভারের হবে বলে জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিশ্বকাপের আগে এশিয়ার দলগুলি যাতে প্রয়োজনীয় প্রস্তুতি সারতে পারে তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এসিসি। রামিজ বলেন, ‘‘বিশ্বকাপের আগে ভাল প্রস্তুতির জন্য ৫০ ওভারের প্রতিযোগিতা খুব জরুরি ছিল। পাকিস্তান এই প্রতিযোগিতা দারুণ ভাবে আয়োজন করতে চায়।’’
২০২৩ সালের এশিয়া কাপ ৫০ ওভারের হলেও ২০২২ সালের এশিয়া কাপ ২০ ওভারের হবে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আগামী বছরের টি২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy