Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
WWE superstar

আন্ডারটেকার, রক, ট্রিপল এইচ... ‘ডব্লিউ ডব্লিউ ই’-র সেই তারকারা আজ কে কোথায়

আসুন দেখি বিখ্যাত কিছু কুস্তিগীরের আসল নাম এবং রিংকে বিদায় জানানোর পর তাঁরা কী করছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ১৩:০৮
Share: Save:
০১ ২২
‘ডব্লিউ ডব্লিউ ই’-র জনপ্রিয়তা রয়েছে গোটা বিশ্ব জুড়েই। বিশাল চেহারার কুস্তিগীরদের মধ্যে লড়াই বিনোদন দেয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে। রিং-এর মধ্যে যে নামে কুস্তিগীররা পরিচিত, সেটা তাঁদের প্রকৃত নাম নয়। সেটা রিং-এ তাঁদের চরিত্রের নাম। আসুন দেখি বিখ্যাত কিছু কুস্তিগীরের আসল নাম এবং রিংকে বিদায় জানানোর পর তাঁরা কী করছেন।

‘ডব্লিউ ডব্লিউ ই’-র জনপ্রিয়তা রয়েছে গোটা বিশ্ব জুড়েই। বিশাল চেহারার কুস্তিগীরদের মধ্যে লড়াই বিনোদন দেয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে। রিং-এর মধ্যে যে নামে কুস্তিগীররা পরিচিত, সেটা তাঁদের প্রকৃত নাম নয়। সেটা রিং-এ তাঁদের চরিত্রের নাম। আসুন দেখি বিখ্যাত কিছু কুস্তিগীরের আসল নাম এবং রিংকে বিদায় জানানোর পর তাঁরা কী করছেন।

০২ ২২
ভক্তরা তাঁকে চেনেন রেজর র‌্যামন হিসাবে। আসল নাম স্কট অলিভার হল। ১৯৮৪তে তিনি যোগ দেন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে (ডব্লিউ ডব্লিউ এফ, যার বর্তমান নাম ডব্লিউ ডব্লিউ ই)। আন্তর্মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ ৪ বার জিতেছিলেন তিনি।

ভক্তরা তাঁকে চেনেন রেজর র‌্যামন হিসাবে। আসল নাম স্কট অলিভার হল। ১৯৮৪তে তিনি যোগ দেন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে (ডব্লিউ ডব্লিউ এফ, যার বর্তমান নাম ডব্লিউ ডব্লিউ ই)। আন্তর্মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ ৪ বার জিতেছিলেন তিনি।

০৩ ২২
বাজির ফেটে স্টেজের চারিদিকে লাল আভা। তার মধ্যে দিয়ে স্টেজে আসছেন কেন। ভয় ধরানো মুখোশ পরা কেনকে এ ভাবেই আমরা দেখতে অভ্যস্ত। রেসলিং জগতের অন্যতম জনপ্রিয় এই চরিত্রের নাম গ্লেন থমাস জ্যাকব। রেসলিং ছাড়াও অভিনয় করেছেন তিনি। ২০১৮-তে যোগ দেন রাজনীতিতেও। নক্স কাউন্টি থেকে মেয়র পদে জিতেছেনও তিনি।

বাজির ফেটে স্টেজের চারিদিকে লাল আভা। তার মধ্যে দিয়ে স্টেজে আসছেন কেন। ভয় ধরানো মুখোশ পরা কেনকে এ ভাবেই আমরা দেখতে অভ্যস্ত। রেসলিং জগতের অন্যতম জনপ্রিয় এই চরিত্রের নাম গ্লেন থমাস জ্যাকব। রেসলিং ছাড়াও অভিনয় করেছেন তিনি। ২০১৮-তে যোগ দেন রাজনীতিতেও। নক্স কাউন্টি থেকে মেয়র পদে জিতেছেনও তিনি।

০৪ ২২
মহিলা রেসলারদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম কেলি কেলি। তাঁর নাম বারবারা জিয়ান ব্ল্যাঙ্ক। আমেরিকার এই মডেল সেখানকার টিভি দুনিয়ার জনপ্রিয় মুখ। ২০১২তে রেসলিং দুনিয়া থেকে বেরিয়ে আসেন তিনি।

মহিলা রেসলারদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম কেলি কেলি। তাঁর নাম বারবারা জিয়ান ব্ল্যাঙ্ক। আমেরিকার এই মডেল সেখানকার টিভি দুনিয়ার জনপ্রিয় মুখ। ২০১২তে রেসলিং দুনিয়া থেকে বেরিয়ে আসেন তিনি।

০৫ ২২
গোল্ডবার্গের উপস্থিতি ডব্লিউ ডব্লিউ ই-কে অন্য মাত্রা দিত। প্রায় এক বছর রেসলিং রিংয়ে অপরাজিত ছিলেন তিনি। উইলিয়াম স্কট গোল্ডবার্গ ক্যালিফোর্নিয়ার একটি জিমের মালিক।

গোল্ডবার্গের উপস্থিতি ডব্লিউ ডব্লিউ ই-কে অন্য মাত্রা দিত। প্রায় এক বছর রেসলিং রিংয়ে অপরাজিত ছিলেন তিনি। উইলিয়াম স্কট গোল্ডবার্গ ক্যালিফোর্নিয়ার একটি জিমের মালিক।

০৬ ২২
রেসলিং রিং দাপানো হাল্ক হোগান নিজস্ব স্টাইলে মাতিয়ে রাখতেন ভক্তদের। রিং-এ হাল হোগান হিসাবে পরিচিত হলেও তাঁর নাম তেরে গিনি বোল্লিয়া। রেসলার ছাড়াও সুরকার ও অভিনেতা হিসাবে খ্যাতি রয়েছে তাঁর। এ ছাড়াও এনার্জি ড্রিঙ্কের তৈরির কোম্পানিও রয়েছে বোল্লিয়ার।

রেসলিং রিং দাপানো হাল্ক হোগান নিজস্ব স্টাইলে মাতিয়ে রাখতেন ভক্তদের। রিং-এ হাল হোগান হিসাবে পরিচিত হলেও তাঁর নাম তেরে গিনি বোল্লিয়া। রেসলার ছাড়াও সুরকার ও অভিনেতা হিসাবে খ্যাতি রয়েছে তাঁর। এ ছাড়াও এনার্জি ড্রিঙ্কের তৈরির কোম্পানিও রয়েছে বোল্লিয়ার।

০৭ ২২
ট্যামি লিন স্যাচই রেসলিং দুনিয়ায় পরিচিত সানি হিসাবে। বিতর্ককে নিজের সঙ্গে নিয়েই চলতেন ওই সুন্দরী কুস্তিগীর। রিং-এ তাঁর পোশাক নিয়ে যেমন বিতর্ক হয়েছে। তেমনই মাদক নেওয়ার অভিযোগও উঠেছে। ২০১৭-তে তাঁর সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে আসে ডব্লিউ ডব্লিউ ই।

ট্যামি লিন স্যাচই রেসলিং দুনিয়ায় পরিচিত সানি হিসাবে। বিতর্ককে নিজের সঙ্গে নিয়েই চলতেন ওই সুন্দরী কুস্তিগীর। রিং-এ তাঁর পোশাক নিয়ে যেমন বিতর্ক হয়েছে। তেমনই মাদক নেওয়ার অভিযোগও উঠেছে। ২০১৭-তে তাঁর সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে আসে ডব্লিউ ডব্লিউ ই।

০৮ ২২
রেসলিং দৈত্য হিসাবেই পরিচিত বিগ শো। দীর্ঘ সময় ধরে রিং দাপিয়ে একাধিক চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। তাঁর প্রকৃত নাম পল ডোনাল্ড রাইট। রেসলিং ছাড়াও ‘নাকলহেড’-এর মতো কমেডি শো-তে দেখা গিয়েছে তাঁকে।

রেসলিং দৈত্য হিসাবেই পরিচিত বিগ শো। দীর্ঘ সময় ধরে রিং দাপিয়ে একাধিক চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। তাঁর প্রকৃত নাম পল ডোনাল্ড রাইট। রেসলিং ছাড়াও ‘নাকলহেড’-এর মতো কমেডি শো-তে দেখা গিয়েছে তাঁকে।

০৯ ২২
রেসলিং রিং-এ পরিচিত ম্যাচো ম্যান হিসাবে। ৩২ বছর ধরে জড়িত ছিলেন রিংয়ের সঙ্গে। ম্যাচো ম্যানের প্রকৃত নাম র‌্যান্ডি স্যাভেজ। রেসলিংয়ের বাইরে ‘স্পাইডার ম্যান’ এবং ‘রেডি টু রাম্বল’ ছবিতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল।

রেসলিং রিং-এ পরিচিত ম্যাচো ম্যান হিসাবে। ৩২ বছর ধরে জড়িত ছিলেন রিংয়ের সঙ্গে। ম্যাচো ম্যানের প্রকৃত নাম র‌্যান্ডি স্যাভেজ। রেসলিংয়ের বাইরে ‘স্পাইডার ম্যান’ এবং ‘রেডি টু রাম্বল’ ছবিতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল।

১০ ২২
মহিলা রেসলারদের মধ্যে অন্যতম চর্চিত নাম চায়না। বলা যায় মহিলা রেসলারদের মধ্যে তিনিই প্রথম জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। ২০১৬-তে মৃত্যু হওয়া এই রেসলারের নাম জোয়ান মারি লরা।

মহিলা রেসলারদের মধ্যে অন্যতম চর্চিত নাম চায়না। বলা যায় মহিলা রেসলারদের মধ্যে তিনিই প্রথম জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। ২০১৬-তে মৃত্যু হওয়া এই রেসলারের নাম জোয়ান মারি লরা।

১১ ২২
রেসলিং রিং-এ প্রতিপক্ষকে ভয় পাওয়াতে আন্ডারটেকার নামটা যথেষ্ট। আন্ধকারের মধ্যে রিং-এ তাঁর আবির্ভাব হওয়া বদলে দিত পরিবেশ। ১৭টিরও বেশিবার খেতাব জিতেছেন তিনি। সেই রিংয়ের আন্ডারটেকারের প্রকৃত নাম মার্ক উইলিয়াম ক্যালায়ে। রিয়েল এস্টেট ব্যবসা ছাড়াও তিনি ও তাঁর স্ত্রী পশুদের দেখাশোনার জন্য একটি সংগঠন চালান।

রেসলিং রিং-এ প্রতিপক্ষকে ভয় পাওয়াতে আন্ডারটেকার নামটা যথেষ্ট। আন্ধকারের মধ্যে রিং-এ তাঁর আবির্ভাব হওয়া বদলে দিত পরিবেশ। ১৭টিরও বেশিবার খেতাব জিতেছেন তিনি। সেই রিংয়ের আন্ডারটেকারের প্রকৃত নাম মার্ক উইলিয়াম ক্যালায়ে। রিয়েল এস্টেট ব্যবসা ছাড়াও তিনি ও তাঁর স্ত্রী পশুদের দেখাশোনার জন্য একটি সংগঠন চালান।

১২ ২২
অস্কার গুতিরেজ রেসলিং রিং-এ পরিচিত রে মিস্টেরিয়ো নামে। মাস্কধারী মিস্টেরিয়োর উচ্চতা আর পাঁচটা রেসলারের থেকে অনেকটাই কম। তার পরা মাস্ক এক সময় ঝড় তুলেছিল।

অস্কার গুতিরেজ রেসলিং রিং-এ পরিচিত রে মিস্টেরিয়ো নামে। মাস্কধারী মিস্টেরিয়োর উচ্চতা আর পাঁচটা রেসলারের থেকে অনেকটাই কম। তার পরা মাস্ক এক সময় ঝড় তুলেছিল।

১৩ ২২
রেনা মারলেটে লেসনার ছিলেন অভিনেত্রী এবং মডেল। সেই পেশা ছেড়ে যোগ দেন রেসলিং-এ। সেখানে তাঁর নাম হয় সাবেল। তার পর বিখ্যাত কুস্তিগীর ব্রুক লেসনারকে বিয়েও করেন তিনি।

রেনা মারলেটে লেসনার ছিলেন অভিনেত্রী এবং মডেল। সেই পেশা ছেড়ে যোগ দেন রেসলিং-এ। সেখানে তাঁর নাম হয় সাবেল। তার পর বিখ্যাত কুস্তিগীর ব্রুক লেসনারকে বিয়েও করেন তিনি।

১৪ ২২
ডব্লিউ ডব্লিউ ই স্টেডিয়ামে ‘দ্য রক’ নাম উচ্চারিত হলেই তরঙ্গ বইত দর্শকদের মধ্যে। তাঁর প্রকৃত নাম ডোয়েন ডগলাস জনসন। রেসলিংয়ের বাইরে অভিনেতা হিসাবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন তিনি। টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও উঠে এসেছিল তাঁর নাম।

ডব্লিউ ডব্লিউ ই স্টেডিয়ামে ‘দ্য রক’ নাম উচ্চারিত হলেই তরঙ্গ বইত দর্শকদের মধ্যে। তাঁর প্রকৃত নাম ডোয়েন ডগলাস জনসন। রেসলিংয়ের বাইরে অভিনেতা হিসাবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন তিনি। টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও উঠে এসেছিল তাঁর নাম।

১৫ ২২
মাইকেল ফ্রান্সিস ফোলে রেসলিং রিং-এ পরিচিত মিকি ফোলে হিসাবে। জনপ্রিয়তার শীর্ষে থাকার সময়ই রেসলিং থেকে অবসর হতাশ করেছিল তাঁর ভক্তদের। রেসলিং ছাড়াও অভিনয় জগতের সঙ্গেও জড়িয়ে ছিলেন তিনি।

মাইকেল ফ্রান্সিস ফোলে রেসলিং রিং-এ পরিচিত মিকি ফোলে হিসাবে। জনপ্রিয়তার শীর্ষে থাকার সময়ই রেসলিং থেকে অবসর হতাশ করেছিল তাঁর ভক্তদের। রেসলিং ছাড়াও অভিনয় জগতের সঙ্গেও জড়িয়ে ছিলেন তিনি।

১৬ ২২
ডব্লিউ ডব্লিউ ই পরিবারের সঙ্গে ম্যাকমোহন পরিবার ওতপ্রোত ভাবে জড়িত। সেই পরিবারের মেয়ে হিসাবে রিং দাপান স্টেফানি। রেসলার হিসাবে শুরু করলেও কিছু দিনের মধ্যে ডব্লিউ ডব্লিউ ই-র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কাজ শুরু করেন তিনি। রেসলার ট্রিপল এইচ তাঁর স্বামী।

ডব্লিউ ডব্লিউ ই পরিবারের সঙ্গে ম্যাকমোহন পরিবার ওতপ্রোত ভাবে জড়িত। সেই পরিবারের মেয়ে হিসাবে রিং দাপান স্টেফানি। রেসলার হিসাবে শুরু করলেও কিছু দিনের মধ্যে ডব্লিউ ডব্লিউ ই-র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কাজ শুরু করেন তিনি। রেসলার ট্রিপল এইচ তাঁর স্বামী।

১৭ ২২
ট্রিপল এইচ নামেই রেসলিং রিং-এ পরিচিত তিনি। ডব্লিউ ডব্লিউ ই-তে তাঁর কর্তৃত্বের অন্যতম কারণ স্টেফানির সঙ্গে বিয়ে। তাঁর প্রকৃত নাম পল মাইকেল লেভেস্কি। কুস্তিগীর ছাড়াও একাধিক ব্যবসা রয়েছে তাঁর।

ট্রিপল এইচ নামেই রেসলিং রিং-এ পরিচিত তিনি। ডব্লিউ ডব্লিউ ই-তে তাঁর কর্তৃত্বের অন্যতম কারণ স্টেফানির সঙ্গে বিয়ে। তাঁর প্রকৃত নাম পল মাইকেল লেভেস্কি। কুস্তিগীর ছাড়াও একাধিক ব্যবসা রয়েছে তাঁর।

১৮ ২২
ডব্লিউ ডব্লিউ ই স্ম্যাকডাউনের ব্রান্ড হয়ে উঠেছিলেন তিনি। র‌্যান্ডাল কেইথ অর্টন তাঁর আসল নাম।

ডব্লিউ ডব্লিউ ই স্ম্যাকডাউনের ব্রান্ড হয়ে উঠেছিলেন তিনি। র‌্যান্ডাল কেইথ অর্টন তাঁর আসল নাম।

১৯ ২২
রেসলিং রিং-এ তাঁর নাম এজ। আর প্রকৃত নাম অ্যাডাম জোসেফ কোপল্যান্ড। রেসলিং দুনিয়ার জনপ্রিয় এই তারকা অভিনেতা হিসাবেও কাজ করেছেন।

রেসলিং রিং-এ তাঁর নাম এজ। আর প্রকৃত নাম অ্যাডাম জোসেফ কোপল্যান্ড। রেসলিং দুনিয়ার জনপ্রিয় এই তারকা অভিনেতা হিসাবেও কাজ করেছেন।

২০ ২২
৬টি চ্যাম্পিয়নশনশিপ খেতাব জিতেছেন স্টিভ অস্টিন। রেসলিং দুনিয়ায় তিনি পরিচিত স্টোনকোল্ড স্টিভ অস্টিন হিসাবে। অভিনয়ের পাশাপাশি স্টিভ অস্টিন অনুষ্ঠান সঞ্চালনার কাজও করেছেন।

৬টি চ্যাম্পিয়নশনশিপ খেতাব জিতেছেন স্টিভ অস্টিন। রেসলিং দুনিয়ায় তিনি পরিচিত স্টোনকোল্ড স্টিভ অস্টিন হিসাবে। অভিনয়ের পাশাপাশি স্টিভ অস্টিন অনুষ্ঠান সঞ্চালনার কাজও করেছেন।

২১ ২২
নিজের স্টাইলে রিং কাঁপাতেন বাতিস্তা। তাঁর আসল নাম ডেভিড মাইকেল বাউতিস্তা। কুস্তি ছাড়াও মার্শাল আর্টস ও বলিবিল্ডিং ক্ষেত্রে পরিচিতি রয়েছে তাঁর।

নিজের স্টাইলে রিং কাঁপাতেন বাতিস্তা। তাঁর আসল নাম ডেভিড মাইকেল বাউতিস্তা। কুস্তি ছাড়াও মার্শাল আর্টস ও বলিবিল্ডিং ক্ষেত্রে পরিচিতি রয়েছে তাঁর।

২২ ২২
পল বিয়ারার কোনও দিন ডব্লিউ ডব্লিউ ই রেসলিং রিং-এ নামেননি। তবে কেন, আন্ডারটেকারদের মতো জনপ্রিয় রেসলারের ম্যানেজার হিসাবে পরিচিত ছিলেন। তাঁর প্রকৃত নাম উইলিয়াম আলভিন মুডি। ২০১৩ সালে হৃদ্‌রোগে মৃত্যু হয় তাঁর।

পল বিয়ারার কোনও দিন ডব্লিউ ডব্লিউ ই রেসলিং রিং-এ নামেননি। তবে কেন, আন্ডারটেকারদের মতো জনপ্রিয় রেসলারের ম্যানেজার হিসাবে পরিচিত ছিলেন। তাঁর প্রকৃত নাম উইলিয়াম আলভিন মুডি। ২০১৩ সালে হৃদ্‌রোগে মৃত্যু হয় তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy