Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Paris Olympics 2024

অলিম্পিক্সে ইতিহাস, প্রথম খেলোয়াড় হিসাবে পুরুষ ও মহিলা দু’বিভাগেই পদক ব্রিটেনের ফিল্ডম্যানের

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে পুরুষ এবং মহিলাদের ইভেন্টে পদক জিতলেন ফিল্ডম্যান। ব্রিটিশ রোয়ার টোকিয়োয় ছিলেন পুরুষ দলের সঙ্গে। প্যারিসে পদক জিতলেন মহিলা দলের সঙ্গে।

Picture of Henry Fieldman

হেনরি ফিল্ডম্যান। ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৪ ১৭:১২
Share: Save:

অলিম্পিক্সে প্রথম খেলোয়াড় হিসাবে পুরুষ এবং মহিলাদের ইভেন্টে পদক জিতে নজির গড়লেন ব্রিটেনের হেনরি ফিল্ডম্যান। টোকিয়ো অলিম্পিক্সে রোয়িংয়ে পদক জিতেছিলেন পুরুষদের বিভাগে। প্যারিসে পদক জিতলেন মহিলা প্রতিযোগীদের সঙ্গেও।

রোয়িংয়ের নতুন নিয়ম অনুযায়ী, মহিলাদের দলের সঙ্গে কক্স হিসাবে থাকতে পারেন পুরুষ। আবার মহিলাদের দলেও কক্স হিসাবে থাকতে পারেন কোনও মহিলা। কক্সের ভূমিকা কিছুটা সহায়কের। বোট কোন দিকে যাবে, তা নিয়ন্ত্রণ করেন কক্স। বোটের অভিমুখ ঠিক রাখেন। দলের সদস্যদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব থাকে তাঁর উপর। অনেকটা দলের অধিনায়কের মতো কাজ করেন তিনি।

এ বার ব্রিটেনের মহিলাদের আট জনের রোয়িং দলের কক্স হিসাবে ছিলেন ফিল্ডম্যান। শনিবার ব্রিটেনের এই দল ব্রোঞ্জ জিতেছে। এরই সঙ্গে ইতিহাস গড়েছেন ফিল্ডম্যান। গত টোকিয়ো অলিম্পিক্সে ব্রিটেনের পুরুষ দলের কক্স হিসাবে ছিলেন ফিল্ডম্যান। সেই ইভেন্টেও ব্রোঞ্জ পেয়েছিল ব্রিটেন। অলিম্পিক্সের ইতিহাসে এমন কৃতিত্ব আর কোনও খেলোয়াড়ের নেই। নতুন ইতিহাস তৈরি করলেন ফিল্ডম্যান।

২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সের পর নিয়ম পরিবর্তন করে ওয়ার্ল্ড রোয়িং। লিঙ্গ বৈষম্যের অবসান ঘটাতে কক্স নিয়মের পরিবর্তন করা হয়। নতুন নিয়মে বলা হয়, পুরুষ দলের কক্স হিসাবে মহিলারা থাকতে পারবেন। মহিলা দলের কক্স হিসাবে থাকতে পারবেন পুরুষেরা।নতুন নিয়মের সুযোগ প্যারিস অলিম্পিক্সে নিয়েছে ব্রিটেনের রোয়িং দল।

ফিল্ডম্যানকে ব্রিটেনের সেরা কক্স হিসাবে বিবেচনা করা হয়। বড় প্রতিযোগিতায় দল পরিচালনার অভিজ্ঞতাও কম নয় তাঁর। তাই এ বার মহিলাদের আট জনের দলের কক্সের দায়িত্ব তাঁকে দেওয়া হয়। সেই লক্ষ্যে তারা সফল। প্যারিসে ব্রিটেনের মহিলা রোয়িং দল পদক জিততেই অলিম্পিক্সে ইতিহাস তৈরি করলেন ৩৫ বছরের রোয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paris Olympics 2024 Rowing record Britain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE